নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তর্জালে আমার বাড়ি

[রং=রহফরমড়]ভাবনার ডানা মেলে উড়ছি আমি [গাঢ়]আনাড়ি[/গাঢ়][/রং]

ইমতিয়াজ আহমেদ ইমন

ভালো লাগে বই পড়তে, গান শুনতে, কম্পিউটারে বসে থাকতে আর আড্ডা মারতে। আস্তাকুঁড়ে জন্ম আমার চিনি শুধু নোংরা ভাগাড় ভদ্্র হবার নেই বাসনা ভদ্্র করতে কেউ এসনা ----কালপুরুষ জেনে যাব জ্বেলে গেছি একটি প্রদীপ তোমার অন্ত:পুরে নিবিড় চিরন্তন কোন ভুলের প্রহরে ----রাগ ইমন

ইমতিয়াজ আহমেদ ইমন › বিস্তারিত পোস্টঃ

অশ্লীল!! অশ্লীল!! অশ্লীল!!

১১ ই জানুয়ারি, ২০০৭ রাত ১১:০৭

মনোযোগ দিয়ে জেমস বন্ড দেখছিলাম-You Only Live Twice. একসময় আপু এসে বলল, আরে এখনও জেমস বন্ড নিয়ে পরে আছিস। কারফিউ জারী হয়েছে জানিস কিছু। উঠে গেলাম টিভির সামনে। কিছুক্ষন খবর দেখার পর বুঝলাম আসল অবস্থা। তার কিছুক্ষন পর দেখি চ্যানেল গুলোতে খবর দেখানোও বন্ধ। কেমন একটু অস্থির লাগতে লাগল। একটা আজান আশঙ্কা মনের কোনার জমতে লাগল। চট করে পিসি অন করে ব্লগে এসে দেখি অণৃণ্য খবরটা আগেই চাউর করে দিয়েছ। সেখানকার মন্তব্যের ফলোআপগুলো পড়ে মনটা হালকা করার চেষ্টা করছিলাম। আপু বলল চাউল কিনতে হবে। সাড়ে আটটা বাজে, বাড়ির নিজেই বাজার। আমি আর ভাইয়া গিয়ে চাউল কিনে নিয়ে আসলাম। কিন্তু মনের অস্থিরতা আর অজানা শঙ্কাটা উদ্যম নৃত্য শুরু করেছে। আবার বাজারে যেতে হল টুকিটাকি কিছু জিনিস কেনার জন্য। সাড়ে নটা বাজে, দোকানদারা আলাপ করছে, "যাইগা বাড়ি গিয়া হুইয়া থাকিগা। এগারোটার পর আর বাড়িতথোন বাড়ান যাইবোনা।" আমি আমার কাজটুকু সেড়ে বাসায় চলে আসলাম। কিন্তু অস্থিরতাকে কোনভাবেই কমাতে পারছিনা। তারপর কতটা সময় পার করলাম, তারা বংলার নিউজ আর বিবিসির রেডিও শুনে আর ব্লগের পোস্ট গুলো পড়ে। নাহ আমার মনের শঙ্কার উদ্যম নৃত্যটাকে থামাতে পারলাম না। রাষ্ট্রপতির ভাষন শোনার পর আমরা সবাই যে যার মত ঘুমাতে গেলাম। আর আমি?



কারফিউ কি জিনিস জানিনা। 71' এর কথা বইতে পড়ে আর সামানত কিছু প্রামাণ্য চিত্র দেখে। জানতে পেরেছি বীভৎসতা। পরবর্তীতে আর কখনও কারফিউ জারী হয়েছে কিনা জানিনা। কিন্তু এবার বুঝলাম কারফিউ জিনিসটা মানুষের মনের অবস্থা কি করে ফেলে। বুকের মাঝের কারফিউ নামের ভীনদেশী নর্তকীর নগ্ন নৃত্যটা বড়ই অশ্লীল!! ঠেকে। এই আতঙ্ক, এই অস্থিরতা, এই ভীতি বড়ই অশ্লীল!! অশ্লীল!! অশ্লীল!! অশ্লীল!!

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:২৮

অতিথি বলেছেন: হারামজাদাদের কে বুঝাবে যে, এই অনুভূতিটা কত অশ্লীল!

২| ১২ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৩৫

অতিথি বলেছেন: ইমন আমারও ভীষণ অস্থির লেগেছে গত কাল রাতে।

৩| ১২ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:১১

অতিথি বলেছেন: আপাতত, চোরদা হারামজাদাদের বোঝানের আগে আমারে বোঝান এই অনুভূতিটা অশ্লীল কেন? আর যাই হউক অশ্লীল কেমনে?

৪| ১২ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৩৫

অতিথি বলেছেন: আপনি এই অনুভূতিডা অশ্লীল হিসেবে বুঝবেন, এইডা চোরায় ভুলেও কল্পনা করে নাই।

বস, আপনি তো এক্সেপশন না!

৫| ১২ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৪২

অতিথি বলেছেন: বোঝানের চেষ্টা করেন। আগেই ধইরা নিতেছেন কেন বুঝুম না। নিজের অনুভুতিরে অশ্লীল একটা নাম দিয়া দিলেন, কেমনে অশ্লীল বোঝাইতে পারবেন না? অশ্লীলতা তো বোঝান যায়। এইটা তো তেমন আসমানী অনুভুতি না যে খালি চোরায় আর ইমনে বুঝব।

৬| ১২ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৫১

অতিথি বলেছেন: বস, আমার প্রথম মন্তব্যেই বলেছি, সবাইকে বুঝানোর ক্ষমতা চোরার নাই।

মাপ কইরা দেন।

৭| ১২ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:০৪

অতিথি বলেছেন: মাপ কইরা দিলাম। অশ্লীলতার বিরুদ্ধে আপনের ক্ষোভ আমি বুঝতে পারতেছি। প্রথম আলোর কামরুজ্জামান বাবুও অশ্লীলতা (বাংলা সিনেমায়) লইয়া ধুমাইয়া লাগছেন।

৮| ১২ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ২:১১

অতিথি বলেছেন: আচ্চা বোল, বাজাও ঢোল।

৯| ১২ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ২:১৪

রাগ ইমন বলেছেন: অশ্লীল কি? আমার তো রোমাঞ্চ লাগিতেছিলো। ধুরো , উঠায় দিলো কেন!!!!!!!!!

১০| ১২ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ২:১৬

অতিথি বলেছেন: চোর : হারামজাদারা বোধহয় বুঝেছে। কারণ কারফিউ প্রত্যাহার করা হয়েছে।

অণৃণ্য: আপনার গতকালের কর্মকান্ড গুলো দেখেই বুঝছি আপনার কেমন লেগেছে।

ব্রাত্য রাইসু: আমার এই অনুভূতিটাকে অশ্লীল কেন বলেছি তা আমি নিজেই জানিনা। সে সময় এর চেয়ে ভাল কিছু আর মনে আনতে পারছিলাম না।

১১| ১২ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ২:১৭

অতিথি বলেছেন: @ রাগইমন।

ঢোল ফাটাইয়া ফালইয়েন না@আলী প্রাণ

১২| ১২ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ২:৩৪

অতিথি বলেছেন: বা জা ও

১৩| ১২ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ২:৫৯

অতিথি বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.