![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্যরাতের দুঃস্বপ্নে আঁতকে উঠে তরুণ
ভয়ঙ্কর দুঃস্বপ্ন কেড়ে নেয় শান্তির ঘুমটুকুও।
এবার জেগে থাকার পালা
এ পর্বে হাতছানি দিয়ে ডাকে একদল বদ্ধ উন্মাদ।
ধিরে ধিরে ডালপালা মেলে উন্মাদের দল
মস্তিষ্কের গর্ভে থেকে ধীরে ধীরে জন্ম নেয় অনেক অনেক উন্মাদ
এরা অগনিত অসংখ্য।
তারা প্রত্যেকেই উলঙ্গ
নগ্ন হয়ে নিরলজ্জের দল অশ্লীল অঙ্গভঙ্গি করে
আর চোখের সামনে মেলে ধরে
এক একটি অক্ষমতার পাতা।
তখন বাস্তবতার সূক্ষ্ম কিন্তু তীব্র
বুলেট গুলো ঝাঁজরা করে দেহের এপাড় ওপাড়।
জীবনের ওপর ধীরে ধীরে জন্ম নেয় তিক্ত ক্রোধ,হতাশা আর বিতৃষ্ণা।
তখনো নির্ঘুম তরুণ ।
সে মুক্তি চায়
কিন্তু পায় না।
তার পথ রোধ করে দাড়ায় তার মনের কীট গুলো
ঘুমে জাগরনে তাড়াই সুধু ফিরে আসে বারবার।
আর প্রতি মুহূর্তে সে হয়ে উঠে অশ্লীল ব্যাঙ্গচিত্র।
০৫ ই জুন, ২০১৩ রাত ২:৪১
লাল নীল স্বপ্ন বলেছেন: মুক্তি কোথায়??
এখনো খুঁজছি ভাই।
আপনার মত একজন আমার প্রথম ব্লগটি পড়েছে ভাবতেই ভাল লাগছে সাথে কমেন্ট আর ভাললাগা যেন মেঘ না চাইতেই বৃষ্টি। অনেক অনেক ধন্যবাদ । বানানের ব্যাপারে আমি একটু দুর্বল আর অভ্র নিয়েও অনেক ঝামেলায় আছি ভাই। ভবিষ্যতে আরও সতর্ক থাকবো।আবারো ধন্যবাদ রইলো।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:৪১
লেখোয়াড় বলেছেন:
আপনার সুন্দর কবিতাটি পড়ে বিদ্রোহী হতে ইচ্ছে করলো।
আমরা মানুষরা কেমন যেন পাগল হয়ে যাচ্ছি নির্লজ্জের মতো।
সামনে আমাদের পথ খুব কঠিন।
মুক্তি কোথায়??
খুব ভাল একটি কবিতা অথচ কেউ এখানে কথা বলেনি।
লিখতে থাকুন, দেখবেন ভাল ব্লগাররা ঠিকই খুঁজে খুঁজে কথা বলে যাবে।
বানানের দিকে খেয়াল রাখবেন।
আপনার প্রথম লেখায় আমি প্রথম মন্তব্য দিয়ে গেলাম।
ব্লগে সুস্বাগতম।
শুভকামনা রইলো।