নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না

না

লাল নীল স্বপ্ন

মাথায় বোধয় সমস্যা আছে, না হলে......আপাতত এটুকুই..।

লাল নীল স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

পাগলের প্রলাপ

২৩ শে মে, ২০১৩ রাত ৩:৪৯

ীরব নিস্তব্ধ এ রাত

জেগে আছি আমি এবং আমরা।

তোমাদের নগরী গভির ঘুমে আচ্ছন্ন

রাতের আঁধার গিলে খাচ্ছে তোমাদের প্রতিটি নিঃশ্বাসের শব্দ।

তোমাদের জীবন সাদা গোলাপের নেয় শুভ্র।

তাই শান্তির নিদ্রা তোমাদের পাওনা।

আমরা পচা গাঁদা ফুলের স্তূপ

মস্তিষ্কে পিঁপড়ার বাসা ।

তোমাদের সভ্যদের সংজ্ঞার অতীত।

রাতের কাছে শিক্ষা নেই

মিলিয়ে যাই আলোর তীক্ষ্ণতায়।

আমরা সৃজনশীলতার ঝংকার তুলতে গিয়ে

হারিয়ে যাই বার বার।

তবু জেগে থাকি

হারিয়ে যাই

আবার ফিরে আসি।



মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৩ রাত ২:১২

অদ্বিতীয়া আমি বলেছেন: :)

২৫ শে মে, ২০১৩ রাত ২:১৯

লাল নীল স্বপ্ন বলেছেন: আমার ব্লগে প্রথম মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ রইলো.।।।

২| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:০৪

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: :D

৩| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

শব্দহীন জোছনা বলেছেন: "জেগে আছি আমি এবং আমরা"

আমি এবং আমরা... কে এবং কাহারা !!

০৮ ই জুন, ২০১৩ রাত ১:২২

লাল নীল স্বপ্ন বলেছেন: তারা যারা

নির্ঘুম রাতে স্বপ্নের চাষাবাদ করি
ক্ষুধা নয় তৃষ্ণা মেটাই
মনের।



৪| ১০ ই জুন, ২০১৩ রাত ১০:৩৪

তুষার আহাসান বলেছেন: নির্ঘুম রাতে স্বপ্নের চাষাবাদ করি
ক্ষুধা নয় তৃষ্ণা মেটাই
মনের।
ভাল লাগল।

১০ ই জুন, ২০১৩ রাত ১০:৪১

লাল নীল স্বপ্ন বলেছেন: আপনাদের মত মানুষ ব্লগে আসলেই ভাল লাগে।ভাল থাকবেন।আর সাথে ধন্নবাদ ফ্রী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.