![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক রুপালী সকালের অপেক্ষায় আছি
জানি একদিন আসবে।
একটি স্বপ্নের ভোর হবে
অনেক পাখিদের সাথে আমিও
মিষ্টি করে হেসে বলবো
তবেতো ফিরিয়েই দিলে।
আমি এ রঙিন চাকচিক্য চাইনি কোনদিন
বিশ্বাস কর।
হাড়িয়ে যেতে চাইনি কোনদিন এই
বাহ্যিক চকচকে এবং ক্রিত্তিম
আয়োজনের ভিড়ে।
নিষ্প্রাণ এ চার দেয়ালের মাঝে
আটকে থাকা আর যাই হোক জীবন নয়
তা আমি টের পেয়েছি ঠিকই।
মেকি শহরের অলিতে গলিতে
নকল মানুষের ভিড়ে আমি প্রান হারাই
প্রতি মুহূর্তে।
মুদ্রার এপিঠ ওপিঠ করে
জীবনের শেষ হতে পারেনা
এ আমার বিশ্বাস।
এ সভ্যতা আমায় স্পর্শ করে ঠিক
তবে বশ করতে পারেনি।
এ সভ্যতা আমিতো চাইনি।
আমি আমার প্রিয় বন্ধুর মুখটি দেখতে চাই
যে কিনা আমার কাছে এখন শুধুই
মুঠো ফোনের ক্ষুদে বার্তা।
আমি প্রিয়তমার নিজ হাতে লেখা
প্রতিটি অক্ষর পরে দেখতে চাই
যাতে মিশে আছে তার মৃদু স্পর্শ।
আমি প্রতিটি শিশুর মাঝে এনে দিতে চাই
আমার স্বপ্নের শৈশবটি।
আমি প্রতিজন বৃদ্ধের হাত ধরে বলতে চাই
এ জগতের চাকা আবার উল্টো ঘুরব।
ভাব্বেন না।
হাঁ আমি চাই সে দিনগুলো
যেখানে মিশে ছিলও শুধুই একগুচ্ছ
ভালবাসা।
ছিলনা প্রাশ্চাত্তের ঝংকার
আর একরাশ কর্পোরেট অহংকার।
একদিন আসবে জানি
অপেক্ষায় রইলাম।
১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪৮
লাল নীল স্বপ্ন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৫
বোকামন বলেছেন:
চমৎকার হয়েছে !!
মুদ্রার এপিঠ ওপিঠ করে
জীবনের শেষ হতে পারেনা
দারুণ ......। ২+
১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:০৫
লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ আপনাকে বোকামন।
৩| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২২
সপ্নাতুর আহসান বলেছেন: সোনালী দিনের অপেক্ষায় তো সবাই। সুন্দর কবিতা।
আমি প্রিয়তমার নিজ হাতে লেখা
প্রতিটি অক্ষর পরে দেখতে চাই
যাতে মিশে আছে তার মৃদু স্পর্শ।
১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৩
লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৭
পেন্সিল চোর বলেছেন: কবিতার কোনো নাম নাই কেন?
২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০৮
লাল নীল স্বপ্ন বলেছেন: খুঁজে পাচ্ছিনা ।
৫| ২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩২
এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা।
২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০৭
লাল নীল স্বপ্ন বলেছেন: : ধন্যবাদ আপনাকে।
৬| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬
নাজিম-উদ-দৌলা বলেছেন:
ওমা, পোস্টের নাম নাই কেন?
লেখা ভাল হয়েছে।
২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০৮
লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮
লিঙ্কনহুসাইন বলেছেন: সুন্দর হইছে +্
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৩
লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ লিঙ্কনহুসাইন
৮| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৬
মাহমুদ০০৭ বলেছেন: আশাই মানুষের ভেলা ।
নাম হীন কবিতাতে অনেক গুলো প্লাস ।
ভাল থাকবেন ।
২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:২৫
লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ মাহমুদ০০৭ ।
৯| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৩
সায়েদা সোহেলী বলেছেন: ।অনেক অনেক বেশি ভালো হয়েছে! !!
!নকল মানুষের ভীরে আমি প্রান হারাই প্রতি মুহূর্তে! !
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫২
লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ আপনাকে সায়েদা সোহেলী । ভাল থাকবেন।
১০| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:০১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!!!
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:১৮
লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন।
১১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:২১
অপ্রচলিত বলেছেন: অসম্ভব সুন্দর লিখেছেন। কিন্তু কবিতার নাম নেই কেন
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৩
খেয়া ঘাট বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।