![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মৃত মানুষগুলোরই একজন।
সুখ খোঁজা শহরের অলিতে গলিতে
প্রতিমুহূর্তে হাতবদল হই।
রাস্তায় রাস্তায় মুক্তার খোঁজ করি
আর বদলে যাই রঙ্গিন মুখোশ এর পর মুখোশ।
কখনো কখনো ক্লান্তিরা জেগে ওঠে ,
বস্তাপচা কবিতার খাতায়
কিছুটা প্রাণ আসে।
তবে,
আমি আর কতোটা পারি?
গোলকধাঁধায় যে আটকে আছি বহুদিন।
কোন রাতে খুঁজে নেই খোলা মাঠ।
সবুজ ঘাসে
পা পরতেই বোঝা যায় এ নিষ্প্রাণ।
সভ্যতার ছোঁয়া লাগতেই
নিয়তির এক সভ্য মুখোশী দানব
শুষে নিয়েছে এরও প্রাণশক্তি।
তাই আজ তাকেও মানুষ মনে হচ্ছে।
০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৮
লাল নীল স্বপ্ন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে । ইদ মোবারক।
আবার ও প্রথম কমেন্ট আপনার।
ভাল থাকবেন ভাই।
২| ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৯
মাহমুদ০০৭ বলেছেন: খেয়া ঘাট ভাই প্রথম আর আমি ২ নাম্বার !
শেষ লাইন টা কবিতাকে পূর্ণতা দিয়েছে ।
ঈদমোবারক।
++++++++++++++
ভাল থাকুন । শুভকামনা ।
০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৬:০৫
লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ভাই ।ইদ মোবারক।
ভাল থাকবেন ।
৩| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮
toysarwar বলেছেন: গোলকধাঁধায় যে আটকে আছি বহুদিন - আসলে আটকে আছি পুরো জীবন। সুন্দর ভাবনার প্রকাশ।
০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ভাই ।ইদ মোবারক।
ভাল থাকবেন ।
৪| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫
বোকামন বলেছেন:
সুন্দর কবিতা ! ভালোলাগা রইলো
পোস্টে ফাকা জায়গা কিন্তু ভালো লাগছেনা :-)
ভালো থাকুন।।
“+”
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০৭
লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ বোকামন।
৫| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩৮
লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব।ভাল থাকবেন।
৬| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪১
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার হৈসে ||
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩৯
লাল নীল স্বপ্ন বলেছেন: ইমরাজ কবির মুন ধন্যবাদ আপ্নাকে।ভাল থাকবেন।
৭| ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৫:১০
লিঙ্কনহুসাইন বলেছেন: আমি মৃত মানুষগুলোরই একজন।
সুখ খোঁজা শহরের অলিতে গলিতে
প্রতিমুহূর্তে হাতবদল হই।
চমৎকার +++++++++
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:৪৯
লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ লিঙ্কনহুসাইন । ভাল থাকবেন।
৮| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৬
সপ্নাতুর আহসান বলেছেন: রাস্তায় রাস্তায় মুক্তার খোঁজ করি
আর বদলে যাই রঙ্গিন মুখোশ এর পর মুখোশ।
সুন্দর।
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:৫১
লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ সপ্নাতুর আহসান। ভাল থাকবেন।
৯| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার +++
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:৫১
লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান। ভাল থাকবেন।
১০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:২০
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল।
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:০৭
লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ প্রোফেসর সাহেব। ভাল থাকবেন।
১১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:৫৫
সুপান্থ সুরাহী বলেছেন:
কবিতায় ভাললাগা...
শুভকামনা...
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:০৮
লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ সুপান্থ সুরাহী । ভাল থাকবেন।
১২| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।
ঈদের শুভেচ্ছা
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৫
লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ এহসান সাবির । ইদ মোবারক।
১৩| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০১
অবচেতনমন বলেছেন: শুধুই পায়ের চিহ্ন পরে রইল এই মাঠে- ঘুরেই আসলেন কিছু বললেন ন যাক তবু তো এসেছেন আপনার লেখার ধরন বেশ সুন্দর ,
কখনো কখনো ক্লান্তিরা জেগে ওঠে ,
বস্তাপচা কবিতার খাতায়
না জানা মানুষ গুলোর চিন্তাগুলি একই সাথে তাল মিলাচ্ছে
কিন্তু মানুষগুলো হয়ত বুঝতে পারছেনা, কি করে বুঝবে
নিজেকে যে নিজেই চিনতে পারছেনা।
লেখাতে ভালবাসা রইল
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৩
লাল নীল স্বপ্ন বলেছেন: ভাই অবচেতনমন দুঃখের কথা আর কি বলবো আমি এখনো সবার পোস্ট এ কমেন্ট করার যোগ্যতা অর্জন করতে পারিনি । মানে ওয়াচ এ আছি। জেনারেল হলে ঠিকই কিছু বলার চেষ্টা করবো। আপনার লেখা আমার অনেক ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৫:২৫
খেয়া ঘাট বলেছেন: সুন্দর। শুভকামনা। ঈদমোবারক।
+++++++++++++++++++++++++++++++++++++++'
একগুচ্ছ প্লাস।