নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না

না

লাল নীল স্বপ্ন

মাথায় বোধয় সমস্যা আছে, না হলে......আপাতত এটুকুই..।

লাল নীল স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

লাল নীল স্বপ্ন

১৪ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৪

প্রিয় রাত যাবে নিদ্রায়

চির চেনা শহর আমার।

একে একে চোখ বোজা

অচেনা ল্যাম্পপোস্ট ।

কর্পোরেট প্রভাতে

হিসেবের পর হিসাব।

কবি আর কবিতাদের মৃত্যু নিশ্চিত।

গাড়ির চাকায় প্রানের গতি।

আর

কল্পনার ফ্রেমে বন্দী

আমি,

লাল নীল স্বপ্ন ।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৫

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল লিখসেন ||

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৬

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ইমরাজ কবির মুন আবার আমার পোস্ট এ মন্তব্য করার জন্য।আমি এখনো জেনারেল হতে পারিনি বিধায় কারো ব্লগে ঘুরাঘুরি ছাড়া কিছুই করতে পারিনা। যাই হোক ভাল থাকবেন।

২| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২২

বোকামন বলেছেন:
ওয়াও !!

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩১

লাল নীল স্বপ্ন বলেছেন: চারিদিকে শুধু ওয়াও। ধন্যবাদ বোকামন । ভাল থাকবেন।

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫১

খেয়া ঘাট বলেছেন: আর
কল্পনার ফ্রেমে বন্দী
আমি,
লাল নীল স্বপ্ন । বিষাদ, খুব বিষাদ,।

২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

লাল নীল স্বপ্ন বলেছেন: হ্যাঁ ভাই বিষাদ ই তো।

৪| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২০

আহমেদ জী এস বলেছেন: লাল নীল স্বপ্ন,

লাল নীল স্বপ্নকে ফ্রেমে বন্দী করতে চেয়েছেন । মনে হয় আরো একটু বেঁধে রাখা উচিত ছিলো ।
কবিতাটিতে বাক্য আছে , ভেতরে সংযোগ নেই তাদের ।

যেমন -- প্রিয় রাত যাবে নিদ্রায়
চির চেনা শহর আমার।


এই লাইন দুটি এভাবে হতে পারতো -
প্রিয় রাত যাবে নিদ্রায়
চির চেনা শহর ঘুমুবে / ঘুমাবে আমার।

পরের লাইনগুলোতে পরষ্পর সম্পর্ক নেই খুব একটা ।

অপরাধ নেবেন না সমালোচনায় । আমি আপনাকে উৎসাহ দিতে চেয়েছি মাত্র ,যাতে কবিতায় ছাপিয়ে যেতে পারেন দুকূল ।

আশা করি জেনারেল হয়ে গেলে দাপিয়ে বেড়াবেন ব্লগের এমাথা ওমাথা, আরো অনেক কবিতা নিয়ে।

ভালো থাকুন ।

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৮

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস । আপনার সমালোচনা আমাকে অত্যন্ত অনুপ্রেরনা যোগাবে এবং কিছু শিখতে সাহায্য করবে। আমি সত্যিকার অর্থে কবিতার বাক্য,ছন্দ ইত্তাদি বিষয় নিয়ে কখনো ভাবি না বা ভাবতে চেষ্টা করি না। কারন আমি শুধু লিখে যাই যা আসে। কিছু বোঝাতে চাই। লেখা আমার কাছে ভাব প্রকাশের একটি মাধ্যম মাত্র । এই লেখাটির কথাই ধরুন আমি একে কবিতা বলার সাহশ আমি করিনা।কারন এগুলো কিছু বিক্ষিপ্ত বাক্য মাত্র যা লাল নীল স্বপ্নের একান্তই বেক্তিগত । আর
প্রিয় রাত যাবে নিদ্রায়
চির চেনা শহর আমার।
এই বাক্য গুলোর আসলেই কোন সংযোগ নেই । আসলে আমি ভাই কবিতা বুঝি না খুব একটা।তবে লেখা গুলতে সংযোগ আমি নিজেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। তবে আপনার সুন্দর সমালোচনার পর মনে হচ্ছে একে নিয়ে হয় আরও ভাবতে হবে নয় তো ছাড়তে হবে । কারন যা করবো তা ভাল ভাবেই করা উচিত। আপনাকে আবারো ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

৫| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২২

আরজু পনি বলেছেন:

ভালো লাগলো ।

:)

২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ আমার ব্লগ এ আসার জন্ন।ভাল থাকবেন।

৬| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৪

এহসান সাবির বলেছেন: ভালো কবিতা।

২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ আমার ব্লগ এ আসার জন্ন।ভাল থাকবেন।

৭| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল।

২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ প্রোফেসর সাহেব।

৮| ২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব।

৯| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৪

সায়েদা সোহেলী বলেছেন: কর্পোরেট প্রভাতে
হিসেবের পর হিসেবে
কবি আর কবিতার মৃত্যু নিশ্চিত !!" --- ভালো লেগেছে স্বপ্ন

এরা কেন যেএভাবে সাত দিনের কথা বলে ঝুলিয়ে রাখে! !। :(

২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০১

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ আপু। আর ঝুলে থাকার অনুভুতি কিন্তু মন্দ নয়। শত হলেও আঙ্গুর ফল তো টকই না?

১০| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: অনেক সুন্দর

২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০১

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু।ভাল থাকবেন।

১১| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩৯

মাক্স বলেছেন: সুন্দর!

২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০২

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ মাক্স ।ভাল থাকবেন।

১২| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩

আমিনুর রহমান বলেছেন:




ভালো লাগলো ।

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৪

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ।ভাল থাকবেন।

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:১৯

অপ্রচলিত বলেছেন: কবিতা খুব ভালো লাগল। কবিতা এবং আপনার নামটি দারুণ লেগেছে।

অনেক অনেক শুভ কামনা আপনার জন্য :)

১৪| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১১

উধাও ভাবুক বলেছেন: কর্পোরেট প্রভাতে
হিসেবের পর হিসাব।
কবি আর কবিতাদের মৃত্যু নিশ্চিত।
গাড়ির চাকায় প্রানের গতি।
আর
কল্পনার ফ্রেমে বন্দী
আমি,
লাল নীল স্বপ্ন ।

দারুন।
শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.