নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না

না

লাল নীল স্বপ্ন

মাথায় বোধয় সমস্যা আছে, না হলে......আপাতত এটুকুই..।

লাল নীল স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

বহুদিন দেখা হয় না সে চোখ

যেথা জীবনের শব্দ শোনা যেত।

প্রানের সন্ধানে ঘুরে ঘুরে

তখন

আমি ক্লান্ত।

শার্ট ,টাই আর জুতার ভাঁজে

গোঁজা গোঁটা কয়েক স্বপ্ন।

তেমনি এক মধ্য বিকেলের

একপশলা বৃষ্টির স্পর্শে জেগে উঠলো

মৃত কোন কবির অর্ধছেড়া কবিতার খাতা।

অগোছালো কিছু শব্দ।

কিছু প্রানের ছন্দ।

সে ছন্দ কখনও শান্তির পরশ

কখনোবা বিষাদের কাল্পনিক স্পর্শ।

শব্দেরা খুঁজে নিলো একটি নরম হাত

যে হাত অনন্তকালের সঙ্গী।

ছন্দের সাথে সখ্য হল এক জোড়া নিস্পাপ চোখের

যে চোখে দেখা মিলতো

বিকিয়ে যাওয়া শিশুদের হাঁসির।

সে তো অনেক অনেক আগে।

কেটে গেছে বহু বহু কাল।

সে স্পর্শ আজও লেগে আছে।

সে স্মৃতির ভিড়ে আজও

কাটিয়ে দেয়ার স্বপ্ন

হাজারো জীবন।

ফিরে এসো

আমি আজও

তোমায় আপন করে নেবো।





মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

ঘাসফুল বলেছেন: না, মাথায় সমস্যা নাই- রেখা দারুন হইছে... :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৫

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ঘাসফুল।ভাল থাকবেন।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

শ্যামল জাহির বলেছেন:



ভাল লাগলো অতীত স্মৃতির কথা,
ভাল লাগলো ফিরে পাওয়ার আশা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৫

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ শ্যামল জাহির ।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর কবিতা ||

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৬

লাল নীল স্বপ্ন বলেছেন: ইমরাজ কবির মুন আপনাকে অনেক অনেক ধন্নবাদ।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০০

বোকামন বলেছেন:
ছন্দের সাথে সখ্য হল এক জোড়া নিস্পাপ চোখের
যে চোখে দেখা মিলতো
বিকিয়ে যাওয়া শিশুদের হাঁসির।


খুব ভালো লাগলো :-)
প্রানের ছন্দে প্রানের ভালোলাগা রইলো ...

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৭

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ বোকামন।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১

সপ্নাতুর আহসান বলেছেন: বেশ সুন্দর কবিতা

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৮

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ সপ্নাতুর আহসান।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৭

এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা। অনেক দিন পর আপনার পোস্ট পেলাম। ভালো থাকুন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৯

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ এহসান সাবির।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৯

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব।

৮| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৫

নীহারিক০০১ বলেছেন: সে স্মৃতির ভিড়ে আজও
কাটিয়ে দেয়ার স্বপ্ন
হাজারো জীবন।
ফিরে এসো
আমি আজও
তোমায় আপন করে নেবো।

তাইতো!!!

৯| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৮

উধাও ভাবুক বলেছেন: সুন্দর কবিতা।
শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.