নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না

না

লাল নীল স্বপ্ন

মাথায় বোধয় সমস্যা আছে, না হলে......আপাতত এটুকুই..।

লাল নীল স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

জীবন

১১ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০০

নৈশপ্রহরীর চোখদুটো তখনো সজাগ,

বাড়ছে রাত,

লোহার মত শক্ত মেশিনম্যানেরা,

নরম বিছানার চাদর আর বালিশে লেপটে আছে

মৃত মাছের ন্যায়।

তবু হাতে গোনা কিছু অভাগা

প্রাণশক্তির খোঁজে দাপিয়ে বেরাচ্ছে অন্ধকার।

রাত তাদের স্বপ্ন দেখাচ্ছে প্রতিনয়ত

তাদের অন্ধকার আলোর থেকে তীব্র

আর লোহার চেয়ে শক্ত তাদের শরীর।

জীবন তাদের স্নিগ্ধ জলরাশি।

কারো কারো নেশার ঘোর লেগে থাকে সদা।

জ্বলজ্বল করে চোখ।

কারো বিনিদ্রা আজ ব্যাধি।

জীবন যেন পানশালার টেবিলে টেবিল।

যেদিকে তাকাও শুধু মাতালের অট্টহাসি।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জীবন যেন পানশালার টেবিলে টেবিল।


সুন্দর।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

লাল নীল স্বপ্ন বলেছেন: যেদিকে তাকাও শুধু মাতালের অট্টহাসি।
ধন্যবাদ ভাই।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

শায়মা বলেছেন: ভাইয়া

সুন্দর কবিতা


তোমার নিকের সাথে মিলে যায় এমন একটা লেখা আছে আমার।


রানু ও তার লাল নীল সংসার।:)

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২

লাল নীল স্বপ্ন বলেছেন: আপু আপনার লেখাটি পড়লাম ভাল লাগলো।
আর ধন্যবাদ মন্তব্বের জন্ন।ভাল থাকবেন।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

শ্রাবণ জল বলেছেন: সুন্দর লিখেছেন।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ শ্রাবণ জল ।ভাল থাকবেন।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ কাগজের নৌকা ।ভাল থাকবেন।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৭

এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

পাঠক১৯৭১ বলেছেন: এটা কি জীবন?

৭| ০১ লা মার্চ, ২০১৪ রাত ২:২৫

বেলা শেষে বলেছেন: যেদিকে তাকাও শুধু মাতালের অট্টহাসি।
...& you are to much right.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.