![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও মাঝি, কোথায় যাচ্ছো বলি
পাল নেই স্রোতের পথে চলি,
অনেক কাল হল হারিয়েছি পথ
সেই থেকে থেমে নেই, আমার এই রথ ৷
বলি রুখবে কবে?
সঙ্গে ভাই আমারে লবে, (চোখ ছলছল) ৷
থামতে যে মরন বাধা,
ব্যার্থ তোমার এই মায়া কাঁদা ৷
ও মাঝি,
কার তরে তুমি দিচ্ছ অজানা পাড়ি
কার বিরহে আপন কুঠির আসিআছো ছাড়ি ৷
নাম বলবনা তার !
ডেকে আমি খুন খুললোনা দার ৷
আমার এই করুন দশা যার কারনে
সবকিছুর শেষ হবে আমার মরনে ৷
বক্ষ কাপিতে কাপিতে উঠেছিল ঝড়,
এইতো যেদিন সন্ধার পর ৷
সে এসেছিল সন্ধার সু লগনে
মেঘ ছিলনা সে দিনের গগনে ৷
পড়ে থাকে শত আসা চোখের
এর পর লগন এলো দুঃখের ,
সাক্ষী অমানিশা
দেখা পর তারে ছিলনা দিশা ৷
ও নেয়ে,
যাচ্ছো কেন ভাই
মিনতি করি নায়ে দাও ঠাই ,
থামতে যে মরন বাধা ,
ব্যার্থ তোমার এই মায়া কাদা ৷৷
©somewhere in net ltd.