![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে সন্ধা,
ল্যামপোষ্টের টিপ টিপ হলুদ বতি
যখনই বাড়ে রাত্রি,
বারের দিকে পা বাড়ায় বাড়ন্ত যুবক ৷
বোটানিক্যাল গার্ডেন এ
তরুন তরুনীর উন্মুক্ত চুম্বন,
ড্রেনে একটি লাশ পড়ে আছে,
শহরবাসী অন্ধ কেউ দেখছে না
তবুও একটি নতুন সকাল ৷
'
হকারের হাতে খবরের কাগজ
হেডলাইনে ধর্ষণের ছবি,
পুলিশের নিরবতা, ক্যাডারদের উল্লাস ৷
'
জীবিকার খোঁজে ব্যাস্ত নগরী
বেকারের হাতে ফাইল,
আজও চাকরি হলনা
আবারো একটি নতুন সকাল ৷
©somewhere in net ltd.