![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টির ধোঁয়ায় তোমার ছোঁয়া পেলাম
আজ এই মন খারাপের দিনে !
সন্ধার চাঁদ একা দেখেছি,
এই প্রথম তোমায় বিনে ৷
'
মাস দুই আগে, তুমি চেয়েছিলে
রক্ত জবা ফুল ৷
আমার বাগানে পুঁতেছিলাম চারা
আফসোস ! সেই গাছে সবে এসেছে মুকুল ৷
'
একটি পাখি নীড়ে ফিরবেনা
আজ এই মন খারাপের দিনে !
আকাশ তার বড় অচেনা লাগে,
জোড়ার পাখি বিনে ৷
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৭
হাবিবুর অন্তনীল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৯
আল ইমরান বলেছেন: ভালো লাগা রইল।