![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাঙায় ওত পেতে বসে জেলে
ঘন্টা দুই জলে ছিপ ফেলে,
জলের তলে কৈ মাছের বাসা,
তিনটা ধরেছে, হালি পুরাবার আশা ৷
'
বর্ষার এই নতুন পানিতে
মাছের হয়েছে বিয়ে,
বড় সাঁধ তার
হানিমুনে যাবে বউকে নিয়ে ৷
যাত্রা পথে দেখলো তারা
বেজায় স্বাদের খাবার,
জেলের ছিপের সব খাবার
করলো তারা সাবার ৷
'
বোকার মত আবার যখন,
খাবার নিতে যায় !
জেলের ফন্দিতে দুজনেই
বন্দি হয়ে যায় ৷
'
মহানন্দে জেলে এবার বাড়ি চলে যায়
পরের দিন সেখানেই
আবার বর্শি বায় ৷
বহর তার হাত পানিতে
যখন গেল এটে,
ছিপ উঠিয়ে দেখে জেলে !
কাঁকড়া তার সুতা দিছে কেঁটে ৷
©somewhere in net ltd.