![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি পাখি, একবুক আশা নিয়ে
নতুন সঙ্গী পাখির খোঁজে,
সিন্ধু পাড়ি দিতে চেয়েছিল ৷
মাঝ পথে ঝড়ে ভেঙে গেল,
তার একটি ডানা !
তবুও সে আশায় বাঁচে ৷
'
যখন সে কাতরাতে, কাতরাতে
ওপারে পৌছায়, দেখে
কেউ নেই সেখানে !
পড়ে আছে সদ্য পড়ে থাকা
কয়েকটা ডানা ঝাপটানো পালক,
তবুও সে আশায় বাঁচে ৷
©somewhere in net ltd.