![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক্ষেপ করো আমায় জ্বলন্ত অগ্নি কুন্ডে
ভুলতে চাই তারে
যে ছিল রক্ত পিন্ডে !
বিছিয়ে দাও কাঁটা আমার চলার পথ ধরে,
যে পথ দিয়ে হেটে যায়
ছলনাময়ী ভোরে ৷
মুক্ত করো আমার পৃথিবীর মায়া ডোর
বেঁচে থাকলে তার জন্য কাঁদিবে অন্তর !
'
বাজাও ওরে জোরে, আমার মরণ বীন
রাখতে চাইনা ধরে, প্রেমদাত্রির ঋন !
ঢেকে দাও কেউ গিয়ে
বহু রুপির মুখ,
আঁকড়ে ধরে বাঁচতে চাই
বাকিটুকু সুখ ৷
'
কুড়িয়ে দাও আমার ছিঁড়ে ফেলা পত্র
পত্র তো ছেঁড়েনি ও ছিঁড়েছে আমার রক্ত !!
©somewhere in net ltd.