![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি সাহিত্যের ক্ষনি,
তুমি রুপের মধ্য মনি
তুমি কে গো নারী নীরবে আসিয়া,
আমারে নিয়ে যাও সাওরে ভাসিয়া !
'
তুমি কোরনা তুচ্ছ জ্ঞান !
আমি তোমারে সপেছি প্রাণ
আমি তোমারি পথের পথিক হইয়া,
তোমারি নদীর মাঁঝেতে আসিয়া ৷
নীরবে করব স্নান
তুমি কোরনা তুচ্ছ জ্ঞান !
'
আমি তোমারি রাতের স্বপ্ন হইয়া
তোমারি কানেতে যাব গো কইয়া,
তুমি পাতিয়া রাখিও কান
আমি গাইবো তোমাই গান ৷৷
©somewhere in net ltd.