![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবিয়া ফিরি প্রতি দিনের শেষে
যেথা ক্লান্তি এসে দেহ মাঝে মেশে,
একা বসে সেই নির্জনে
গোপন কিছু কথা লয়ে মনে
অবাক হয়ে যাই, কেননা
চারপাশে মোর বৈরী কেবল,
বন্ধু কেহ নাই ৷
মনের স্পন্দন সে যে গুনে গুনে বয়,
নিরাশ থাকার বুঝি এই সু-সময় ৷
সঞ্চয়ে যতটুকু স্নেহ মায়া আছে
সেও কোন এক নারীর কাছে,
কত প্রিয় মুখ আজ করে পরিহাস
মেনে নিয়ে সব, ছাড়ি এক পুরানো দীর্ঘশ্বাস !
কাঁন্না চাপিয়া এক বার উঠি হেসে
এই নিসঙ্গ দিনের শেষে ৷
©somewhere in net ltd.