![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ কুসুম, গোধূলি বিকাল বেলা
নদীর ঘাটে কলসি কাঁখে কে একেলা ?
তোমার অঙ্গ ভঙ্গে চোঁখে দেখি মেঘলা ৷
তোমার কর্ণে কাননের কুমারী ফুল,
তোমার রূপে চন্দ্র মুখ, তুলনা ভুল ৷
তোমার আঁচলে মাখা শিমুলের গন্ধ
তুমি আমার প্রতিটি কবিতার ছন্দ,
তোমারে দেখায় ছিল সকল আনন্দ !
'
তার সাথে কি হবেনা মোর কভু কথা?
হৃদয়ঘাতে পাই না পাওয়ার ব্যাথা ৷
আমার সামনে দিয়ে হেটে চলে যায়,
তবু এ মন আমার ফিরে না তাকায়
নিদ্রা জেগে ভেবে তারে, লাভ হয় নি,
মনের যত কথা ছিল বলা হয় নি ৷
'
(চরণ বিন্যাস:: ল,ল,ল,ল,ল, ধ, দ,দ / থ,থ য়,য় ন,ন )
©somewhere in net ltd.