![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ দেখেছি, খুন ঝরানোর পাল্লা
লোহিত করেছে ভূমি সবে ৷
দিল যার সাফ, রাজি হবে আল্লা
তার মনঃকামনা পূর্ণ হবে ৷
'
বাড়ির পার্শ্বে কাঙ্গাল আছে যত,
ক্ষুধার জ্বালায় যদি আজ করে রাহাজানি
আমি শপৎ করছি ঈশ্বরের নামে শত,
দিস না তুই, হবেনা তোর কুরবানি ৷
'
পশু নয় রে ! অন্তর কর বলিদান,
তবেই হবে কুরবানি চাইলে, খুদা মেহেরবান ৷
'
(২৫ সেপ্টম্বর ২০১৫ ইং)
©somewhere in net ltd.