![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
------গুপ্ত প্রেমের ঠিকানা -------
............................ অন্তনীল
যদি দিতে পারো এমন কাদায় পা
না মেখে একবিন্দু কাদা,
হেঁটে গেলে বহু দুর !
পারলে মানবীকা নও, তুমি স্বর্গীয় হুর ৷
'
তবে কেন এ হৃদয়ে জাগালে চর ?
কেনই সেথায় বাঁধতে বলে ঘর
অপর তীরে জাগাও চর,
ভাঙ্গিয়া আমার গড়া ঘর ৷
'
কোন সন্ধ্যায় যখন থামিবে সব কোলাহল,
বিজনে কাঁদো যদি, চোঁখে না এলে জল ৷
নিভিয়ে প্রদিপ ঘর রেখো আলো হারা
দেখিবে সন্ধ্যার চাঁদের পাশে একটি জ্বলন্ত তাঁরা
৷
'
সে হলাম আমি ! যদি পারো চিনতে
তুমি সেই চাঁদ, আমি তাঁরা হয়ে পাশে তোমার
অজান্তে ৷
পারলে তুমি নও, শুধু মানবীকা
নও স্বর্গীয় হুর, তুমি সেই প্রথম প্রেমিকা ৷
'
রচনাকাল: (১৩ অক্টোবর ২০১৫)
২| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪২
কানিজ রিনা বলেছেন: বেলা শেষে এসে যখন জানতে পারা, কোনটা
প্রথম প্রেমের জাগানিয়া হিয়া। তবে কেন এখনও
নষ্ঠ প্রেমের দেয়া নেয়া।
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৬
হাবিবুর অন্তনীল বলেছেন: দারুণ
৩| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৪
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো পিলাচ++++++
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৬
হাবিবুর অন্তনীল বলেছেন: ধন্যবাদ, ভাইয়া
৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৮
চন্দ্রাহত মৃন্ময়ী বলেছেন: হঠাৎ পাওয়া প্রথম ভালোবাসা তুমি ...
হঠাৎ পাওয়া প্রথম ভালোলাগা তুমি ....
হঠাৎ ভাবনার জগতে ঘোরের মাঝে কল্পনা তুমি ...
আমার সমস্ত প্রথম তোমায় ঘিরে ....
আছি কি তোমার কোন প্রথমে আমি ........???????
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৯
মেহেদীডেভিড বলেছেন: তবে কেন এ (আমার) হৃদয়ে জাগালে চর ?
কেনই (অন্যের হৃদয়ে) সেথায় বাঁধতে বলে ঘর
অপর তীরে জাগাও চর,
ভাঙ্গিয়া আমার গড়া ঘর ৷