![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
------- অন্নপূর্ণা -------
.................... অন্তনীল
অন্নপূর্ণা (ছদ্মনাম) তুমি অতুলনীয় এই ভূবনে,
রুপের অপ্সরী তুমি
রুপিনি রমনী তুমি
রামধনুর রং তুমি সু-বিশাল পর্বনে ৷
'
তুমি স্বচ্ছ সাগর মাঝে জল পরীর বেশে,
নৃত্যের তালে মত্ত নাচালে তুমি
যেন বেহুলা বেশিনি তুমি
তোমার হাসি পদ্ম ফোঁটায় আরব মরুর দেশে ৷
'
তোমার সাজে জগৎ মাতে আপন গৌরভে,
ভুবন ভুলালে তুমি
রমনীদের সেরা তুমি
পুষ্প তুমি গন্ধ ছড়াও আপন সৌরভে ৷
'
মায়াবী তুমি কন্ঠসি তুমি ভুলাও আপন সুরে,
চন্দ্রের আলো তুমি
ধারালো বর্ষা তুমি
অপ্সরী তুমি বিজলী চমকাও আপন নূরে ৷
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪
হাবিবুর অন্তনীল বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই
২| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৫
চন্দ্রাহত মৃন্ময়ী বলেছেন: যাকে রেখেছো মনেরো গহীনে ...
আছে কি সে তোমারি অধীনে ....
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫২
হাবিবুর অন্তনীল বলেছেন: সে তো ছায়ামানবী !
৩| ২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪২
চন্দ্রাহত মৃন্ময়ী বলেছেন: ছায়ায় ছায়ায় কাটাকাটি ....
কেন সে এখনো ছায়ামানবী .....?????
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৪
শাহাদাত ফাহিম বলেছেন: ভালো লাগলো