নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তনীল

হাবিবুর অন্তনীল

সাধারণ মানুষ

হাবিবুর অন্তনীল › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩



যন্ত্রণা

অামার বৃষ্টির দিনগুলো যন্ত্রণার,,
অার ক্লান্ত ভোরে পড়ে থাকা শিশির অর্থহীন।
অামার যন্ত্রণা সমুদ্র, হয়তোবা স্বপ্নের চেয়ে গভীর
সৃতি কিংবা, মৃত্যুর চেয়ে স্থায়ী।

তোমাকে লেখা সমস্ত চিঠি অপরাধী
অার তোমার সাথে কাটানো মুহূর্তগুলো বিষন্ন।
অামার মরচেধরা ইচ্ছেগুলো ঢেকে রেখেছে
এক বুক যন্ত্রনার অগ্নিগিরি।

যে পাহাড় চায় না মেঘকে ছুতে
তবু সে সয়ে যায় মেঘের উষ্ণ পরশ।
সেও পায় যন্ত্রণা,
যেমনটি অামি পাই।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫২

সেলিম আনোয়ার বলেছেন: বিরহের কবিতা । না পাওয়ার কবিতা । ছুয়ে ফেলুন আকাশ এ কামনা থাকলো ।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৮

হাবিবুর অন্তনীল বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৫

কথাকথিকেথিকথন বলেছেন:



কবিতায় না পাওয়ার একটা সুর আছে । ভাল লেগেছে ।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫১

হাবিবুর অন্তনীল বলেছেন: শুভেচ্ছা

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৮

অজানিতা বলেছেন: তোমাকে লেখা সমস্ত চিঠি অপরাধী
অার তোমার সাথে কাটানো মুহূর্তগুলো বিষন্ন।

যন্ত্রণার চমৎকার বহিঃপ্রকাশ!
ভালো থাকুন।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৩

হাবিবুর অন্তনীল বলেছেন: ধন্যবাদ। অাপনিও ভালো থাকবেন।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭

সৈয়দ ইসলাম বলেছেন: কবিতার নাম যদি 'যন্ত্রণা' হয়, তবে শিরোনামে কবিতা না লিখে যন্ত্রণা লেখা উচিৎ ছিল।

শুভকামনা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.