![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি অামায় ডেকেছিলে অবসরে
দুটি কথা কবে বলে মোর তরে।
সেজেছিলে অহেতুক সাজে
বকুলের ফুল গুজে খোপার মাঝে।
যেমন সাজতে দুই যুগ অাগে
পিছে অামি কি না ভাঙ্গি অনুরাগে।
কথার ছলে পড়তে ঢলে গায়
ধরতে হাত জ্যোৎস্না দেখার বাহানায়।
,
কেটে গেল বহুযুগ তারপর,
জ্যোৎস্না অালো দিল শত রাত ভর।
শেষ বার যখন এসেছিলে, এই শ্যাওড়া তলে
একটি কথা গোপন করে তুমি গিয়েছিলে চলে।
সেই রাতে কাদিনি অামি করিনি মুখ ভার
অন্তর দিয়ে কাদতে হয়, সে তো নেই অামার।
অন্তর কবেই নিয়ে গেছো তুমি
মিছে করেছি অাশা গগন চুমি।
,
জীবনের এই শেষ প্রান্তে অামি যে শূন্য
কী করে করবো তোমায় পূর্ণ।
কী করে করবো তোমায় মনে ধারন
বয়সের এই বেলায় যে সান্নিধ্য বারন।
১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৬
হাবিবুর অন্তনীল বলেছেন: ধন্যবাদ ও অনেক অনেক শুভেচ্ছা।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
এখনই সময়, ঝড় থেমেছে, যা টিকে আছে, সেটাই আসল।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫১
মিঃ সালাউদদীন বলেছেন: সুন্দর কাব্য ।