![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অামরা বুঝিনা, কি যে বুঝি না তাও বুঝিনা।
অামাদের পুরুষরা নাম, যশ, খ্যাতি চাইতে চাইতে দেশটা নিজের করে পেতে চাইছে। অন্যদিকে নারীরা নারীত্ব দেখাতে ব্যস্ত। অধিকার দাও অধিকার দাও বলে চিল্লায়ে গলা ফাঁটাচ্ছে।
এমন চলতে থাকলে দেশটা এগুবে কি করে বলেন? অধিকার অপনাকে কে দিবে? অধিকার, সম্মান ভালবাসা নিজের কৃতকর্মের ছায়া। অাপনি মানুষ যতটুকু ছায়াটাও ততটুকু হবে।
অামাদের সেলিব্রেটিরা ইস্যু নিয়ে মজার খেলা খেলে, মাটি যেন তাদের পা ফেলার স্থান নয়, সাধারন মানুষকে এরা নিজেদের বাহন মনে করে।
বস্তুত অামাদের সমস্যা কোথায় জানেন? অামরা সবাই বড় হতে চাই। এর জন্য অামরা যে পন্থা গুলো ব্যবহার করি এগুলো অামাদেরকে হিংসা শিখিয়েছে, দাম্ভিকতা শিখিয়েছে, অমানবিকতা শিখিয়েছে এবং অামাদের চলার পথকে অনৈতিক ভাবে দৃঢ় করেছে।
অামরা কি চাই কেন চাই সে সম্পর্কে অামরা সচেতন না, তাই অভাববোধ অামাদের পিছু ছাড়ছে না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৬
হাবিবুর অন্তনীল বলেছেন: সঠিক বলেছেন
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
সৈয়দ ইসলাম বলেছেন:
Enjoy your life বইটিতে এর সুন্দর সমাধান দেয়া আছে। ধন্যবাদ।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২০
রাজীব নুর বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
আমাদের রাজনৈতিক দলের লোকেরা, ব্যুরোক্রেটরা ছোট লোক, এরা বড়লোক হচ্ছে, সেটা অনেক সমস্যার সৃষ্টি করছে।