![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যু খেলা
----------------
ঈশ্বর! তুমি তো অচেতন নও
মানবতার এই দুরদিনে,
তবে চুপ কেন বসে রও?
শুনেছি তোমার অগচরে নেই কেহ
নেইকো তোমার অাহার নিদ্রা, দুঃখ বিরহ,
তবে কি কর এতো নিথর মরাদেহ।
হে মহাজ্ঞানী! দৃষ্টি তোমার জগৎ জুড়ে মেলা
এই অধম অামি জানতে চাই শুধু,
কেন এই মৃত্যু মৃত্যু খেলা!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫২
হাবিবুর অন্তনীল বলেছেন: ঠিক বলেছেন
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩২
চাঁদগাজী বলেছেন:
এই ছবিসহ একটা পোষ্ট গতকাল অনেক পড়েছেন; আজকে ইহার পাঠক নেই, সমস্যা কোথায়?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫
হাবিবুর অন্তনীল বলেছেন: ছবিটা দেওয়ার উদ্দেশ্য মূলত সিরিয়ার পটভূমি নির্দেশ করে।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৬
রাজীব নুর বলেছেন: !!
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৮
আবু তালেব শেখ বলেছেন: নিজেদের ও একটু শোধরানো দরকার