![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শকুন এসেছিল উড়ে পশ্চিম থেকে
অাসন পাততে বাদশাহি মহীরুহে,
রক্ত খেয়ে হয়েছে মাতাল
অাচড় কেটেছে গর্ভবতীর মৃতদেহে।
এখানে ওখানে মরালাশ পচে!
এই অরণ্য দিতে হবে তাকে,
ভয়ে কাটে দিন, কাটে রাত
শকুনের হয়ে খবর দিচ্ছে স্থানীয় দাঁড়কাকে।
এই সবুজের মুক্ত পাখিদের
ভেঙ্গে যায় ও যদি ডানা,
অান্তবলে ওড়ে এরা
শকুনের ছিলনা জানা।
এক সমাবেশে সব পাখি
একটি পাখির অাহ্বানে হলো জমা,
ববলো মনবনা এই অবিচার
করবনা শকুনরে ক্ষমা।
যুদ্ধ হলো, অারো রক্ত খেলো শকুন
তারপর সব শান্ত চারদিকে নিরাবতা,
অরণ্য শত্রু মুক্ত
পাখিরাও পেল স্বাধীনতা।
কিন্তু দাঁড়কাক রয়ে গেল অরণ্যে
সাহসীরা পেল খেতাব, অারো পেল বলবনা থাক,
কিন্তু হায়! তারা কজনেই বা পেল
এখন বনের নেতৃত্ব দেয় দাঁড়কাক।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:২৭
হাবিবুর অন্তনীল বলেছেন: ধন্যবাদ প্রিয়
২| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৭
দিবা রুমি বলেছেন: বাঙালিদের কষ্ট ঘুচবে না, কারণ এরা বন্ধু শত্রু চেনে না।
ভাল লাগলো খুব।
প্লাস+++
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮
হাবিবুর অন্তনীল বলেছেন: ধন্যবাদ গুনিবর
৩| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৭
ব্লগার_প্রান্ত বলেছেন: শকুন প্রায় বিপন্ন।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯
হাবিবুর অন্তনীল বলেছেন: অাপনি শকুন চিনেননি।
৪| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৬
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই প্রতীকটার মানে বুঝেনা এমন মানুষ নাই,(আমি নিজেকে মানুষ দাবি করি)।. চাইলে কমেন্ট ডিলেট করতে পারেন।
ওটা করাই ভালো হবে,
বিপন্ন শকুন বলতে আমরা কি বুঝি তা আপনি বুঝেন নাই।আজ পাকরা পিছিয়ে, বাংলায় শকুনদের জা্য়গা নেই।
আমি এ অর্থে কথা বলেছি।
৫| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১:০৮
হংস বলাকা বলেছেন: অসাধারন লেখনি
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:২০
সৈয়দ তাজুল বলেছেন:
"স্বাধীনতা পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকুন"___রুদ্র
কবিতা ভাল হয়েছে। মমের কষ্টগুলো খুব সুন্দর প্রকাশ করলেন