নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুকাব্য০০৭

লেখা-লেখির মাধ্যমে দেশ ও জাতির জন্য কিছু করার মানসিকতা আছে।

অনুকাব্য০০৭

আমি একজন শিক্ষার্থী। স্বশিক্ষিত হতে চাই। দেশকে কিছু দিতে চাই। কথা বেশি না বলে কাজ করতে চাই।

অনুকাব্য০০৭ › বিস্তারিত পোস্টঃ

যানজট সমস্যা ও সমাধান

২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৮

ঢাকা শহরের প্রধান সমস্যাগুলোর অন্যতম যানজট সমস্যা। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দেয়। এই সমস্যা সমাধানের কোন উপায় থাকলে দয়া করে জানাবেন। না আমি কোন কর্তৃপক্ষ নয়। শুধুমাত্র আমার জেনে রাখার জন্যই। কিছু বিষয়ে নজর দিলে আমার মনে হয় এ সমস্যা হ্রাস করা সম্ভব। হ্রাস করার কথা বলছি কারণ আমার মনে হয় এ সমস্যা থেকে একেবারে মুক্তি পাওয়া অসম্ভব। যে বিষয়গুলাতে নজর দেয়া প্রয়োজন তাহল:
১. উল্টা পথে গাড়ি চালনো বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আমাদের রাজনৈতিক ব্যক্তিদের মানসিকতা পরিবর্তন করতে হবে। কারণ অধিকাংশ সময় দেখা যায় এরাই উল্টা পথে গাড়ি চালায়।
২. প্রাইভেট কারের সংখ্যা কমাতে হবে। এজন্য দেশের সকল অফিসের কর্মকর্তাদের জন্য বাস সার্ভিস চালু করতে হবে। একটি পরিবারে একটার বেশি প্রাইভেট গাড়ি থাকতে পারবে না। এটা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে।
৩. বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলকারী রাস্তায় রিক্সা চলাচল বন্ধ করতে হবে। রিক্সা চলাচলের জন্য নির্দিষ্ট নিয়ম করতে হবে। যেমন: মগবাজার থেকে মহাখালী পর্যন্ত সড়কে কোন রিক্সা ঢুকতে দেয়া যাবে না। এভাবে সকল প্রধান সড়কগুলোতে রিক্সা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
৪. জলাবদ্ধতা নিরসন ও রাস্তাগুলো নিয়মিত মেরামত করতে হবে। এজন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজের পকেটের কথা চিন্তা না করে দেশের জনগণের কথা চিন্তা করতে হবে।
৫. যানজট সমস্যা নিরসনে নিয়োজিত সকলকে দুর্নীতি মুক্ত হতে হবে। এজন্য তাদের বেতনভাতা বৃদ্ধি করতে হবে।

৬। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রি, মন্ত্রি ও অন্যান্য ভিআইপি'দের আসা-যাওয়ার সময় কোন রাস্তা বন্ধ রাখা যাবে না।

৭. আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ যত ভিআইপি ব্যক্তিই হোক কারো গাড়িই রাস্তার উপর পার্কিং করা যাবে না।


আপনাদের কাছে আরো আইডিয়া থাকলে শেয়ার করলে খুুশি হবো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫২

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আমার কিছু প্রস্তাবনা আছে- Traffic Jam Reduce

২| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩১

দিশেহারা আমি বলেছেন: ঢাকায় অবস্থিত সরকারি এবং বেসরকারি অফিস, আদালত বাধ্যতামূলক ডে- নাইট শিফট করে দিলে বিনা ইনভেস্ট এ ৩০% জামজট এমনেই কমে যাবে।
যারা রাতে কাজ করবে তারা দিনের বেলায় ঘুমাতে বাধ্য। যারা বিবাহিত সেই ক্ষেত্রে ১+১( স্বামী+ স্ত্রী) দুজনই ঘুম :P :P
মধ্য রাতের মতই ভর দুপুরেও রাস্তা ঘাট ফাকা থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.