নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুকাব্য০০৭

লেখা-লেখির মাধ্যমে দেশ ও জাতির জন্য কিছু করার মানসিকতা আছে।

অনুকাব্য০০৭

আমি একজন শিক্ষার্থী। স্বশিক্ষিত হতে চাই। দেশকে কিছু দিতে চাই। কথা বেশি না বলে কাজ করতে চাই।

অনুকাব্য০০৭ › বিস্তারিত পোস্টঃ

সড়কে অভিযান ও জন দুর্ভোগ

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

ফিটনেসবিহীন গাড়ি লাইসেন্স ছাড়া গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এটি একটি ভালো উদ্যোগ তাতে কোন সন্দেহ নেই। এটি আরো বহু আগে শুরু করা উচিত ছিলা। দেরিতে হলেও যে শুরু হয়েছে এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। কিন্তু একটা বিষয় খুবই দুঃখজনক, যা মিডিয়া থেকে শুরু সাধারণ জনগণ কারোরই দৃষ্টি এড়িয়ে যায় নি। তা হলো জনদুর্ভোগ। অভিযান শুরুর আগে বিআরটিএ এর কর্তা ব্যক্তিরা কি একবারের জন্যও আম জনতার কথা চিন্তা করেন নি? অভিযান শুরুর প্রথম দিন থেকেই ঢাকা শহরে গাড়ির সংকট দেখা দিয়েছে। এতে করে সকল পেশার জন সাধারণকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। যারা ছোট-খাটো একটা চাকরি করে তারা সময় মত অফিসে যেতে পারে না। প্রতিদিন বান্দর ঝোলার মত ঝুলে ঝুলে অফিসে যায়। ফলে তারা প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হচ্ছে। সে দিন আমি যে বাসে ছিলাম সেই বাসে ঝুলে থাকার কারণে অন্য একটা গাড়ির সাথ লেগে এক ভদ্রলোকের হাত ভেঙ্গে গেছে। এ ধরনের আরো বহু দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ জনগণ। আমাদের যাদের ব্যক্তিগত গাড়ি নেই তাহলে আমরর কি করবো? অভিযান শুরুর আগে কর্তৃপক্ষ ত্রুটি মুক্ত যানবাহনের ব্যবস্থা করল না কেন? অভিযান শেষেও কি তারা নতুন গাড়ির ব্যবস্থা করতে পারবে? এ রকম হাজারো প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। তাহলে কি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকসহ সব সমস্যার বলি আমাদের মত সাধারণ মানুষকেই হতে হবে? কর্তৃপক্ষের কাছে অনুরোধ আমাদের কথা একটু ভাবুন। কারণ দেশের মূল চালিকা শক্তি এই সাধারণ জনগণই। আর আপনারাতো আছেন নিজের পকেট ভারী করার ধান্দায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কথিত ফাটাকেস্ট মন্ত্রীতো আছে মিডিয়াবাজির ধান্ধায়!!!

বিআরটিসির যে পরিমান গাড়ী ডযাম্পিংয়ে পড়ে আছে তার কি খোজ উনি রাখেন????

নাজমুল হুদার আমদানী করা ভলবো গুলো কই হাওয়া হয়ে গেল!!!!!!

রাজনীতির কারণেই কি তাদের হত্যা করা হয়েছে--

নইলেতো এগুলো মিনিমাম ২৫-৩০ বছর সার্ভিস দেয়ার কথা!!!

বিআরটিসির চুরি বন্ধ করতে পারলে বিআরটিসি যদি প্রতিযোগীতামূলক ভাবে বেসরকারী কোম্পানীর সাথে চলত- জনগণ উপকৃত হত।

তারা গদাই লস্করী চলে!!! চাকুরী যাবার ভয় নেই। ডিউটি করলেই কি না করলেই কি???

পাশাপাশি নতুন গাড়ী আমদানী না করে- নতুন গাড়ীর অনুমোদন না দিয়ে পুরানো গাড়ী হঠাৎ উধাও করার মধ্যে রাজনৈতিক চমক থাকলেও থাকতে পারে! কিন্তু জনগণের প্রতি দায় যে নেই তা ষ্পষ্ট!!

দ্রুত নতুন গণ পরিবহনের ব্যবস্থা কার হোক।

প্রাইভেট কার নিয়ন্ত্রন করে ঢাকাকে চলমান শহরে পরিণত করা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.