![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষার্থী। স্বশিক্ষিত হতে চাই। দেশকে কিছু দিতে চাই। কথা বেশি না বলে কাজ করতে চাই।
হাজারো সমস্যায় জর্জরিত মহানগরী ঢাকা। যানজট সমস্যা, পয়ঃনিষ্কাশন সমস্যা, শব্দ দূষণ, বায়ু দূষণ এ রকম অসংখ্য সমস্যার মধ্যে বসবাস করতে হয় ঢাকার স্থায়ী ও অস্থায়ী বাসিন্দাদের। এসব সমস্যার মধ্যে পয়ঃনিষ্কাশন সমস্যা অন্যতম একটি। এ সমস্যা সমাধানের জন্য ঢাকাবাসীরা দীর্ঘ দিন যাবৎ আন্দোলন করে আসলওে কোন ফলাফল পরিলক্ষীত হচ্ছে না। একটু বৃষ্টি হলইে ঢাকা শহররে বিভিন্ন এলাকা কোমর পানি পর্যন্ত তলয়িে যায়। আর তখনই সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা করিৎকর্মা হয়ে উঠনে। ফলে বাসিন্দাদের আরো বেশি বিপাকে পড়তে হয়। ড্রেন থেকে ময়লার স্তুপ উপরে উঠে এসে জন দুর্ভোগ আরো বাড়িয়ে দেয়। তবে আশার কথা হলে এবার এই শুকনো মৌসুমে ড্রেনেজ ব্যবস্থাপনার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এ ধরনরে উদ্যোগের জন্য তাদেরকে সাধুবাদ। আশা করি ভবিষ্যতেও তারা এ ধরনরে পরিকল্পনা মাফিক কার্যক্রম অব্যাহত রাখবেন। কিন্তু আরো একটা বিষয় কর্তৃপক্ষকে মাথায় রাখতে হবে। শুধু ড্রেনেজ ব্যবস্থাপনা ঠিক করলে হবে না। এর সাথে সাথে ময়লা আবর্জনা (পলিথিন, কাগজের ঠোঙ্গা, ডাস্টবিনের উচ্ছিষ্ট ইত্যাদি) অপসারণেরও ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেসব এলাকায় ড্রেনেজ ব্যবস্থাপনার কাজ হচ্ছে এ রকম কিছু এলাকায় দেখলাম এখনই ড্রেনের ভিতর ময়লা আবর্জনা পড়ে আছে। ময়লা আবর্জনা অপসারণরে ব্যবস্থা না করলে ড্রেনেজ ব্যবস্থাপনা ঠিক করে কোন লাভ হবে না। সামান্য বৃষ্টিতেই যে জলাবদ্ধতার সৃষ্টি হয় তার কোন সমাধানও হবে না। এজন্য ঢাকা শহররে বিভিন্ন এলাকায় ছোট ছোট ডাস্টবিনের ব্যবস্থা করতে হবে। গণ সচেতনতা বৃদ্ধির জন্য সপ্তাহ ব্যাপী কর্মসূচি গ্রহণ করতে হবে। বিভিন্ন জায়গায় স্থাপিত বড় বড় ডাস্টবিনগুলোর ময়লা আবর্জনা সময় মত অপসারণ করতে হবে।আশা করছি যথাযথ কর্তৃপক্ষ এ ব্যাপারে আশু পদক্ষেপ গ্রহণ করবেন।
©somewhere in net ltd.