নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুমান

অনুমান

অনুমান › বিস্তারিত পোস্টঃ

সীমানা মানিনা - আছি শাহবাগে

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭

কাল সন্ধ্যে থেকে অনেক রাত অব্দি শাহবাগের আন্দোলনকে এপার বাংলার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে পথচারী মানুষেরা গানে, কবিতায়,আবৃতি, ছবি এঁকে সমর্থন জানালেন। জমায়েত হয়েছিলেন বহু মানুষ। বিশিষ্ট-প্রবীন কবিরা স্বরচিত কবিতা শোনালেন। নবীন ছেলে-মেয়েরা যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা ইতিহাস পড়ে জেনেছেন, তারাও এসেছিলেন, গান গেয়েছেন, ছবি এঁকেছেন, কবিতা আবৃতি করেছেন।

বাংলা দেশের কয়েকটি ছাত্রী, এখানকার ইউনিভার্সিটি কলেজে উচ্চশিক্ষা নিচ্ছেন, তারাও এসেছিলেন, সমবেত কন্ঠে গান গাইলেন "ও আমার দেশের মাটি"- পথচারী মানুষেরা ক্ষণিকের জন্য দাড়িয়ে গেলেন - শুনলেন, আপ্লুত হলেন। সমর্থন জানালেন। শ্লোগানে গলা মেলালেন - "শত-শহীদের রক্ত হবে নাকো ব্যর্থ" । "আমার বিদ্রোহীনি বাংলা - আমি তোমায় ভালবাসি" ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

মাজহারুল হুসাইন বলেছেন: দুঃখের বিষয়, ১৯৪৭ সালে যদি বুঝতে পারত, আজকে শাহাবাগে সীমানার ঐপাশে বসতে হত না । আর আজ সেই মেরুদন্ড নাই যে স্বাধীন হয়ে বাংলাদেশ যোগ দেবে ।

২| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০০

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: দেখলে খারাপ লাগে। একটা জাতি কিভাবে ভাগ হয়ে গেল। দিন যত যাচ্ছে বিভাজন তত বাড়ছে। দুই কোরিয়া একদিন এক হবে, কিন্তু দুই বাংলা আর কোনদিন এক হবে না। মানব রক্তের স্বাদ পাওয়া বাঘ যেমন নরমাংস ছাড়া আর কিছু বোঝে না, একচ্ছত্র স্বাধীনতা পাওয়া বাংলাদেশী বাঙ্গালিরাও কোনদিন অন্য কোন জাতির অধীনে (ভারত) যাবে না। আবার পশ্চিমবঙ্গ বা ত্রিপুরাও কোনদিন ধনসম্পদ ছেড়ে, এত বড় দেশ (ভারত) ছেড়ে বাংলাদেশের সাথে যোগ দিবে না। গুডবাই হাফ অব বেঙ্গল, গুডবাই।

৩| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: @মাজহারুল হুসাইনঃ আর বেশী বইলেন না ভাই, বিদায় দিয়া দেন। আমি বিদায় দিয়া দিব ঠিক করছি। মনে কষ্ট রাখার কোন দরকার নাই। কারও প্রতি বিরূপ অনুভূতিরও দরকার নাই। যা গেছে গেছে। বাদ দেন। একজন ব্রিটিশ যদি এরকম একাত্মতা জানাত, তাহলে আমরা যেমন সাধুবাদ দিতাম, একজন ভারতীয় হিসাবে উনারা একাত্মতা জানাচ্ছে, সে হিসাবে উনাদের সাধুবাদ দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.