![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল জিম্বাবুইয়ের উদ্দেশ্যে ১০ এপ্রিল রাতে ঢাকা ছেড়েছে। বাংলাদেশ দল এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট্ েঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে অধিনায়ক মুশফিকুর রহিম সাংবাদিকদের বলেছেন, আমরা পুরোপুরি প্রস্তুত হয়েই জিম্বাবুয়ে যাচ্ছি। আশা করছি, দেশের মানুষকে একটা ভালো ফলাফল উপহার দিতে পারবো।
২০১১ সালের আগস্টে একমাত্র টেস্টে হার ও ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারার পর বাংলাদেশ দল এবারই জিম্বাবুয়ের উদ্দেশ্যে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রওনা দিল। জিম্বাবুয়ের বিরুদ্ধে টাইগারদের প্রস্তুতি প্রসঙ্গে মুশফিক বলেন, এই সফরে আমাদের ওপর চাপ থাকবে। কারণ, আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে খেলতে গেলে একটা বাড়তি চাপ থাকেই। আমাদের ব্যাটসম্যানরা ফর্মে আছে, এটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক। অবশ্য পুরোপুরি প্রস্তুত হয়েই আমরা জিম্বাবুয়ে যাচ্ছি।
তামিম-সাকিব ফেরায় তরুণ ক্রিকেটারদের জন্য দলে টিকে থাকা কঠিন হয়ে গেল কি না জানতে চাইলে মুশফিক বলেন, সাকিব এবং তামিমও ফিরে এসেছে। আমাদের শক্তিও কিছুটা বাড়বে। এটা তো দলের জন্য ভালো দিক। একটি পজিশন নিয়ে যখন কাড়াকাড়ি হচ্ছে, তখন বুঝতে হবে সবাই ভালো খেলছে। আর একাদশ নির্বাচন কীভাবে হবে, সেটা জিম্বাবুয়ে গিয়ে সেখানকার পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। আশা করছি সিরিজটা ভালো হবে।
২০১১ সালের টেস্টে হারের বিষয়টি স্মরণ করিয়ে দিলে মুশফিক তার ব্যাখ্যায় বলেন, “সে সময় পিচ খুবই বাজে ছিল। শুধু আমরা নয়, জিম্বাবুয়েও কষ্ট করেছে। আমরা ফর্মে ছিলাম না বলে হেরেছি। আর একই কারণে জিম্বাবুয়েও বর্তমানে ভালো ক্রিকেট খেলছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রতিটি ম্যাচেই জিম্বাবুয়ে বাজেভাবে হেরেছে। তারা খুব ভালো ফর্মে নেই। স্বাভাবিকভাবে সে সুযোগটা আমার নেবই।”
মাশরাফি প্রসঙ্গে মুশফিক বলেন, তাকে আমাদের খুব দরকার ছিল। কিন্তু ভাগ্য খারাপ, মাশরাফি ভাই ইনজুরিতে। তবে এটা ঠিক, আমরা স্পিন নিয়ে কথা বেশি বলছি। কিন্তু জিম্বাবুয়ের উইকেট পেস সহায়ক। তাই সফরে আমাদের পেসারদের অগ্রাধিকার দিতে হবে। পেসবোলার যারা রয়েছে, হারারের উইকেটের সুবিধা তারা বেশি কাজে লাগাতে পারবে।
১৭ এপ্রিল জিম্বাবুয়েতে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচের এ সিরিজের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।
১৭ এপ্রিল জিম্বাবুয়ের হারারে ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টেস্ট ম্যাচের মধ্য দিয়ে যাত্রা হবে সিরিজের। একই ভেনুতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ এপ্রিল। বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে খেলাগুলো।
এরপর সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ মে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৫ ও ৮ মে। সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে বুলাওয়েতে ও বাংলাদেশ সময় বেলা দেড়টায়। এছাড়া দুটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১২ মে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।
সূত্র - প্রস্তুতি : স্পোর্টস (প্রতিমুহূর্ত.কম/ http://www.protimuhurto.com)
©somewhere in net ltd.