নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো স্মৃতিকথা

১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০০

ব্লগে আসতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হল। গত সপ্তাহে ব্রডব্যান্ডের কানেকশন নিলাম। ভাবলাম এবার একটু চুটিয়ে ব্লগিং করবো, কিন্তু কিসের কি! একদিকে আইপি বন্ধ, খিড়কি দিয়ে ঢুকতে হয়। অন্যদিকে পোস্ট লিখতে গিয়ে অবস্থা কাহিল। ল্যাপটপে এখনো ঠিকমত বাংলা টাইপ করতে(বিজয়/অভ্রো) পারছি না।
আজ(১৪-০৩-১৯) অ্যানড্রয়েড মোবাইল থেকে ঢুকলাম। VPN proxy master & Ultimate VPN, দুটো অ্যাপ ইনস্টল করেছি। কি আর করার! এখন Ridmik keyboard দিয়ে টাইপ করছি।

চারপাশের লোকজন ব্লগ নিয়ে যা ভাবছেঃ
পরিচিত অনেকেই ব্লগ চেনে। ব্লগে যে লিখি(হোক সে জগাখিচুড়ী/অখাদ্য টাইপ কিছু) বাসার কেউ জানে না। বন্ধুদেরও এ নিয়ে বলি নি। আমার পরিচিত কেউ ব্লগ পড়ে না। তবুও ভয়ে আছি, 'ব্লগে লিখি' কথাটা শুনলে/জানলে কে কি মনে করবে?

একটি ঘটনাঃ
গত সোমবার(১০.০৩.১৯) এক কাজে থানায় গিয়েছিলাম। ডিউটি অফিসার টেলিফোনে কথা বলা শুরু করলে বেখেয়ালে আমি ব্লগ পড়া শুরু করলাম। সিভিল ড্রেসের মাঝবয়সী এক অফিসারের ওয়াকিটকির শব্দে হুঁস ফিরে পেলাম। হায় হায়! থানাতে এসেও আমি ব্লগ পড়ছি! তাও আবার নিষিদ্ধ সাইট! মনে মনে ভাবছি, কাম সারছে, ধরা খেলাম নাকি? কথার ফাঁকে বুঝলাম সামহোয়্যারইন ব্লগকে উনারা সেভাবে চেনেন না/ব্লগের লেখা পড়েন না। সরকার থেকে সামু যে বন্ধ হয়েছে এটাও জানে না(কথা শুনে তাই মনে হল)। তবে ব্লগার ও ব্লগ সম্পর্কে একটা পজিটিভ ধারণা আছে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

রাজীব নুর বলেছেন: মন বলছে সামুর এই সমস্যা কেটে যাবে।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:২২

অনুভব সাহা বলেছেন:

সমস্যা দুর হোক

২| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৬

নূর আলম হিরণ বলেছেন: পুলিশের ব্লগ আর ব্লগার সম্পর্কে পজিটিভ ধারণা আছে জেনে ভালো লাগলো।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৩

অনুভব সাহা বলেছেন:

ধন্যবাদ

৩| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১২:১৫

আকতার আর হোসাইন বলেছেন: পজিটিভ ধারণা কিভাবে থাকলো। তারা তো চিনতেই পারল না।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৫

অনুভব সাহা বলেছেন:

সামুকে তো অনেকেই চেনে না।

এখন ব্লগ/ব্লগার নাম শুনলে মানুষ নাক সিটকায় না, এটাই বা কম কি!

৪| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৩:০৯

মাহমুদুর রহমান বলেছেন: কিছু বলবো না।

৫| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:৪৫

সুমন কর বলেছেন: আশা করি, সামু অতি দ্রুত স্বাভাবিকভাবে ফিরে আসবে।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৭

অনুভব সাহা বলেছেন:

তাই যেন হয়

৬| ২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৭

অনুভব সাহা বলেছেন: y

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.