নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

টুকিটাকি টাইপিং+ পছন্দের একটি গান

১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫০


মুক্তির মন্দির সোপান তলে
কত প্রাণ হল বলিদান,
লেখা আছে অশ্রুজলে॥

কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
বন্দীশালার ওই শিকল ভাঙ্গা,
তাঁরা কি ফিরিবে আজ সু-প্রভাতে
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।

যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানেন
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভুমি,
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।

যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌন মলিন মুখে জোগালো ভাষা,
আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে।

[গানটা আজকে মুখস্ত করবো]

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

শায়মা বলেছেন: এই গান আমার অনেক অনেক প্রিয় ভাইয়ামনি!!!!

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৩

অনুভব সাহা বলেছেন:

ধন্যবাদ

২| ১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১১

রাজীব নুর বলেছেন: সুন্দর গান।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৪

অনুভব সাহা বলেছেন:

হুম

৩| ১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

আকতার আর হোসাইন বলেছেন: অসাধারণ, এক কথায়।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৭

অনুভব সাহা বলেছেন:

গানটা সুন্দর

৪| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:১৮

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর গান।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৮

অনুভব সাহা বলেছেন:

ঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.