নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

NID দিয়ে রেজিস্ট্রেশন সিম/নতুন ক্রয়কৃত মোবাইলটি বৈধ কিনা যাচাই করার উপায়+ কিছু কথা

১৮ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০৬

যেভাবে জানবেন NID তে কতটি সিম নিবন্ধন হয়েছে:
প্রথমে আপনার মোবাইলের কল অপশনে গিয়ে *16001# লিখে ডায়াল করুন। সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লিখতে বলবে। আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের শেষ চারটি সংখ্যা সংখ্যা চাপুন। কিছুক্ষণ পর একটি মেসেজ আসবে। সেখানে আপনার নামে প্রিপেইড ও পোস্ট পেইড কোন কম্পানির কতগুলো সিম আছে সব দেখাবে।(কোন অমিল দেখতে পেলে উক্ত অপারেটরের হেল্প লাইনে যোগাযোগ করুন)

যেভাবে জানবেন আপনার সেট বৈধ কি না:
নতুন মোবাইল কেনার ক্ষেত্রে প্যাকেটের গায়ে লেখা ১৫ ডিজিটের আইএমইআই নম্বর এবং ব্যবহৃত মোবাইলের ক্ষেত্রে *#০৬# চেপে প্রাপ্ত ১৫ ডিজিটের আইএমইআই নম্বর KYD ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে লিখে ১৬০০২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে আইএমইআই নম্বরটি বিটিআরসির ডাটাবেইজে সংরক্ষিত রয়েছে কিনা তা জানা যাবে।
জেনে রাখ ভাল, যেসব মোবাইল ২০১৮এর জানুয়ারির আগে ক্রয় করা, সেসবের IMEI BTRCর কাছে নেই। তবে ক্রমে ক্রমে সব IMEI তারা কালেক্ট করবে। তখন কোন মোবাইলে সিম কানেক্ট করে অন করলে অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে। ২০১৮এর আগে ক্রয় করা মোবাইলে এমনটা দেখাবে..(আমারটাতেও দেখাচ্ছে)
"ডিভাইসটির IMEI বিটিআরসি’র ডাটাবেইজে পাওয়া যায়নি, দয়া করে পূর্ণাঙ্গ IMEI (/,#.- সহ অন্যান্য বিশেষ চিহ্ন বাদে শুধুমাত্র ১৫টি নম্বর) লিখে পুনরায় চেষ্টা করুন। KYD 15 Digit IMEI Number লিখে 16002 তে পাঠিয়ে দিন"


নিজের অভিজ্ঞতা থেকে সিম কিছু কথাঃ সস্তার তিন অবস্থা
কয়েক সপ্তাহ আগে ফ্রীতে রবির সিম নিয়েছিলাম। ফ্রী মানে, সিম কেনার জন্য বাড়তি কোন টাকা লাগে নি। শুধু ৪০টাকা রিচার্জ করতে হয়েছে। এর বিপরীতে ৩০৳ মূল ব্যলেন্স, ২৫মিনিট টকটাইম(যে কোন নাম্বারে), ২জিবি নেট(৭দিন), প্রতিমাসে ৯টাকায় ৭দিন মেয়াদে ১জিবি(১২বার পাবার কথা আছে), আবার ফ্রী ফেসবুক আউডিও খুলে দিতে চেয়েছিল।
অবস্থা-১:
ফ্রী সিমের নাম্বার থেকে ... Rubel নামে আগে কেউ ফেসবুক আইডি খুলেছিল(এটা আরেকটা সিমের কথা)। [ভেতরের কথা: সিমটা অাগে অন্য কেউ ব্যবহার করতো, বায়োমেট্রিক রেজিস্ট্ররেশনের সময় হয়তো সে সিমটা অ্যাকটিভ করে নি। অপারেটররা ওটাই বিক্রি করেছে। নতুন সিম কেনার পর এটা চেক করবেন।]
অবস্থা-২ঃ
মাঝেমাঝে ব্যালেন্স থেকে উদ্ভট সব প্যাকেজের নামে টাকা কাটে। এমন দুটো প্যাকেজ আমি দেখেছি। তার একটা প্যাকেজ গত সপ্তাহে চালু ছিল,(Your Game Hub service has been renewed at TK 9.74/daily. To stop the service type STOP GAME1 to 22009 or call Free 08000777777 (9am to 6pm)) অথচ এই প্যাকেজ আমি চালুই করি নি। কিংবা চালু করার ব্যাপারে কল/মেসেজ দেই নি। প্যাকেজ চালু হবে কি না, এ ব্যাপারেও আমার কাছে জানতে চাওয়া হয় নি।
অবস্থা-৩:
ঘন ঘন অফার সংক্রান্ত মেসেজ আসাটা স্বাভাবিক ব্যাপার। এতে রাগ হবার কিছু নেই।



[পোস্টটি গত ফেব্রুয়ারিতে লেখা। ড্রাফটে ছিল]

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: প্রিয়তে তুলে রাখলাম।

১৯ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২৭

অনুভব সাহা বলেছেন:


Thanks

২| ১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৪

আকতার আর হোসাইন বলেছেন: উপকারী পোস্ট। এই মাত্র আমার এন আইডি দিয়ে চেক করলাম। একটা নম্বর অপরিচিত দেখছি।

আর ইদানীং সিম কোম্পানি গুলো বাটপারি শুরু করেছে।

আমি কোন কিছু করিনি। কিন্তু মেসেজ আসে Congrats, Enjoy daily 5 Free download Tk2.44/day (incl VAT,SD n SC). Visit: http://wap.happycell.mobi/lz . To stop sms STOP LZ to 16368. Help:8801957931782

শুধু এটা না। কিছুদিন পরপর এমন একটা একটা করে সার্ভিস অটোমেটিকেলি চালি হয়ে যাচ্ছে। পরে স্টপ করতে হয়।

যারা বুঝে না তারা স্টপ করবে কিভাবে। ৩ টি সার্ভিস চালু হয়ে গেলে একজনন এর তো দৈনিক ১০ টাকাকা করে এমনিই চলে যাবে।

১৯ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩০

অনুভব সাহা বলেছেন:


আপনার NID এর বিপরীতে কোন অপরিচিত নাম্বার থাকলে কাস্টমার কেয়ারে গিয়ে বন্ধ করাই উচিত হবে

অনর্থক প্যাকেজগুলো খুব বিরক্তিকর

৩| ১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:০৬

মৃত্যু হবে একদিন বলেছেন: প্রিয়তে তুলে রাখলাম।

১৯ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩০

অনুভব সাহা বলেছেন:


ধন্যবাদ

৪| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন উপকারী পোষ্ট!

হুম চেক করলাম! ৫ টি দেখাল।
৩টি মনে আছে ২টি মনে পড়ছে না। বাসায় গিয়ে দেখতে হবে!

অনেক অনেক ধণ্যবাদ ভায়া!

১৯ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩৩

অনুভব সাহা বলেছেন:


বাঁকি দুটো আপনার কাছে নেই অথচ অ্যাক্টিভ আছে, এমনটা মনে হলে বন্ধ করে দেবেন। অন্যথা আপনার NIDর সিম দিয়ে কেউ ক্রাইম করলে ঝামেলা হতে পারে

৫| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: জানলাম।

১৯ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩৩

অনুভব সাহা বলেছেন:


হুম

৬| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৬

সুমন কর বলেছেন: আগে জানা ছিল তবুও শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:১২

অনুভব সাহা বলেছেন:

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.