নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

শিরোনামঃ বাংলা ব্লগিং-এ কার দৌড় কত, চলুন দেখে আসি।

২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৫; এই মুহূর্তে অনলাইনে আছেনঃ
১।। সামহোয়্যার ইন ব্লগে..... ২৬জন ব্লগার। ৫৭৭জন ভিজিটর- ৫১০জন মোবাইল থেকে
২।। শব্দনীড় ব্লগে..... ৬ জন নিবন্ধিত, ১৬৪ জন অতিথি।
৩।। বিডি নিউজ24..... ০জন সদস্য এবং৪২জন অতিথি
৪।। সচলায়তনে... সদস্য ০
৫।। বিসর্গ ব্লগে... এখন0 জন সদস্যএবং112 জন অতিথি অনলাইনে আছেন।
৬।। ক্যাডেট কলেজ ব্লগ (সদস্য সসংখ্যা দেখায় না) http://www.cadetcollegeblog.com
৭।। চতুর্মাত্রিক ব্লগে... ০ জন সদস্য এবং৭ জন অতিথি
৮।। ইস্টিশনে... মোবাইল থেকে ঢুকতে পারি নি। দেখাচ্ছে...(Checking your browser before accessingistishon.blog.This process is automatic. Your browser will redirect to your requested content shortly.Please allow up to 5 seconds…) পাঁচ সেকেন্ড আর শেষ হয় না।

আমার ব্লগ, টুডে ব্লগ বন্ধ। মুক্তমনাতে দেখলাম সামু বন্ধের ব্যাপারে একটা পোস্ট দিয়েছে ।। পর্ন সাইট, সামহয়্যার ইন ব্লগ ও কিছু কথা – অতিথি লেখক।।(থ্যাংকস অতিথি)
এই হল আমাদের বাংলা কমিউনিটির কয়েকটি ব্লগের অবস্থা। সবাই জানি, সামুতে ব্লগার সংখ্যা আগের চেয়ে কমে গিয়েছে। তারপরও অন্য সব ব্লগ মিলিয়ে যতজন ব্লগার/ভিজিটর হয়, সামুতে তার চাইতেও বেশী থাকে। এখনও আছে, পোস্ট যখনই পড়েন তখনও এটা থাকবে(আমি কয়েক মাস থেকে এটা লক্ষ করেছি)। এ নিয়ে পড়তে গিয়ে একটু অবাক হলাম, ফেব্রুয়ারি ২০১৩তে নাকি, ৩১৬ব্লগার,১২৯৮ভিজিটর ছিল!!!ঠিক এই মুহুর্তে কোন ব্লগে কতজন আছে?। অথবা ।। এই মুহুর্তে কোন ব্লগে কতজন ব্লগার ও ভিজিটর আছে - খুঁজতে খুঁজতে আরো পেছনে ফিরে গেলাম, অক্টোবর, ২০০৯ একটা পোস্ট পেলাম। তখন ১০১ জন ব্লগার আর ১৩৭ জন ভিজিটর ছিল...।। ৫ নাম্বার মন্তব্য দেখুন
এরপর শুরু করলাম গবেষণাঃ (কোন প্রমাণ দিতে পারবো না, আগ্রহীরা ব্লগ অনুসন্ধানে সার্স দেন অনেক কিছু পাবেন)
০৩ রা এপ্রিল, ২০০৮ঃ ১৮জন ব্লগার আর ১৪৮জন ভিজিটর
২২ শে জুন, ২০০৯ঃ ২৪জন ব্লগার;১৩১ জন ভিজিটর
০১ লা নভেম্বর, ২০০৯ঃ ১৬০ জন ব্লগার এবং ১৩৫ জন ভিজিটর।
এবার কিছু ছবি দেখা যাক তারিখ বিহীন ছবি দুটা এই নিক(রাজপথ_থেকে_বলছি) থেকে নিয়েছি

৩১শে মার্চ, ২০১০ রাত ১১:৩১
অনলাইনে আছেন. ২০জন ব্লগার;৪১২ জন ভিজিটর; ৩২৫জন মোবাইল থেকে
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ঃ অনলাইনে আছেন- ৪৪জন ব্লগার; ২০৫৪জন ভিজিটর; ১৬৬২জন মোবাইল থেকে
২৮ শে মার্চ, ২০১৯ রাত ১১:২১ঃ অনলাইনে আছেন২৯জন ব্লগার৬৯৯জন ভিজিটর৬৫৬জন মোবাইল থেকে
২৯ শে মার্চ, ২০১৯ সকাল ৭:০৬ঃ ১১জন ব্লগার৬০৪জন ভিজিটর৫৫৪জন মোবাইল থেকে
২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১১:০৫ঃ ২১জন ব্লগার, ৫৪২জন ভিজিটর, ৪৮৮জন মোবাইল থেকে
......
১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
অনলাইনে আছেনঃ ২৯জন ব্লগার ও ৬২০জন ভিজিটর (৫৫২ জন মোবাইল থেকে)[
উল্লেখ্য, ডাটাগুলো প্রতি মিনিটে চেঞ্জ হয়। সকাল, দুপুর, বিকেল, রাত সব সময় সংখ্যার পরিবর্তন হচ্ছে। আজ(২৮ শে মার্চ, ২০১৯) সকালে সামুতে ৬জন ব্লগার পেয়েছি, সন্ধ্যা ৬টায় ছিল ২৬জন ব্লগার, এখন আবার ৩৭জন ব্লগার(০৭:২০)। একটু পর এটাও পরিবর্তন হয়ে যাবে।
গতকাল ফেসবুকে একটা ছোট খাট জরিপ চালালাম, গতরাতে(৯টা-১০টা, ফেসবুকে) ৬০০ফ্রেন্ডের(প্রায়) ভেতর অ্যাকটিভ ছিল ৯০জন । অন্য সময় অবস্য গড়ে ৪০-৫০জন অনলাইনে থাকে। ব্লগে এসে তার চাইতেও কম ব্লগার[২০-৩০জন, অন্য ব্লগে ১০জনেরও কম)] দেখলে হতাশ হই। সত্যি হতাশ হই..

শেষ কথা, কেন জানি মনে হয়, ব্লগ কেমন ঝিমিয়ে। শুধু সামু নয়, সব ব্লগে গেলেই এটা মনে হয়। এর পেছনে অনেক যুক্তি আছে। প্রায় সব ব্লগ টিকে আছে ব্যক্তিগত অর্থায়নে। ব্লগারেরা নিঃস্বর্থভাবে বাংলা ব্লগিংকে সমৃদ্ধ করে এসেছে(গালি, তিরস্কার ছাড়া তেমন কিছু তারা পায় নি/পায় না)। হাজার ব্লগারের ভিড়ে দু-চারজন হয়তো নীতিমালা বহিরাভূত কাজ করেছে। সরকারের উচিত ছিল, ব্লগ কর্তৃপক্ষকে সেসব ভূল দেখিয়ে দিয়ে ব্লগিং-এর পৃষ্ঠ পোষকতা করা। জানি না সেটা কতদূর হয়েছে/আদৌ হয় কি না। দেশের স্বার্থে, গণতন্ত্রের সার্থে সুস্থ বিতর্কের জায়গা থাকাটা খুব দরকার।


মোরাল অব দ্যা পোস্টঃ জাতির কাছে আবেদন: ব্লগ সাইটগুলো বাঁচাও
আরো কিছু পোস্ট-
১।। আসুন দেখে নিই যুগে যুগে সামুর চেহারা কেমন ছিল?? ( স্ক্রীনশট ফ্রম ২০০৫ টু ২০১৩) - টাইমট্রাভেলিং - মুহম্মদ ফজলুল করিম এর বাংলা ব্লগ ।
২।। রিভিউ জুনঃ ফিরে দেখা সামহোয়্যার ইন ... যা কিছু আলোচিত-নির্বাচিত ... (জুন ২০১৪) - মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) এর বাংলা ব্লগ ।

মন্তব্য ৪৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

আখেনাটেন বলেছেন: দুর্দান্ত একটি পোস্ট দিয়েছেন।


একটি জিনিস লক্ষ করেছেন সময়ের সাথে সাথে সামু ব্লগে লগড ইন অবস্থায় ব্লগারের সংখ্যা কমেছে কিন্তু ভিজিটরের সংখ্যা বেড়েছে। মানে হচ্ছে অনেকেই সামু থেকে বিদায় নিয়েছে কিন্তু উনারা কোনো কারণে বা অলসতা কিংবা আগের সেই আমেজ পান না কিংবা পরিচিত ব্লগারেরা নেই ইত্যাদি কারণে লগড ইন হচ্ছেন না।

এখানে আবার বেশিরভাগ ভিজিটরেরাই মোবাইল থেকে। এবং দুঃখজনক হচ্ছে সামু পুরোপুরি মোবাইল ফ্রেন্ডলি না। মানে যুগের সাথে সামুর উন্নয়ন ঘটে নি। এগুলোও অনেককে লগড ইন হতে নিরুৎসাহিত করছে।

আশা করি ৩০ কোটি বাংলা ভাষাভাষী লোকের সবচেয়ে বৃহৎ এই বাংলা ব্লগটি স্বমহিমায় টিকে থাকবে।



২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৭

অনুভব সাহা বলেছেন:

থ্যাংকস। মন্তব্য সহমত

আমি নিজেই লগইন না করে ব্লগ পড়ি। বারবার লগ আউট হয়ে যায়, বিরক্তিকর। এখন কিন্তু মোবাইল থেকে আছি।

বাঙালি ৩০কোটি, ব্লগার কিন্তু ৩০লাখও(১%) না। যারা তাদের অর্ধেক আবার আমার মত/তার চেয়েও বেশী অলস।

২| ২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

আহমেদ জী এস বলেছেন: অনুভব সাহা,



সামু ইজ দ্য ফার্ষ্ট এ্যান্ড বেষ্ট .......................

২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:১০

অনুভব সাহা বলেছেন:

আমার কাছেও ওভার অল বেস্ট সামু।
[ব্লগার+ মন্তব্যে সামু, পোস্টের মানে বিডি নিউজ২৪, ব্লগ ডিজাইনে শব্দনীড় পছন্দ]

৩| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:০০

বলেছেন: জাতির কাছে আবেদন: ব্লগ সাইটগুলো বাঁচাও +++

২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:১১

অনুভব সাহা বলেছেন:

জাতীয় স্বার্থে ব্লগ থাকা দরকার

৪| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৩

আরোগ্য বলেছেন: সামহোয়্যার ইন ব্লগ জিন্দাবাদ।

২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:১২

অনুভব সাহা বলেছেন:


সামু বেঁচে থাক

৫| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৯

কলাবাগান১ বলেছেন: "জয় সামু"

বিপরীতে

"সামহোয়্যার ইন ব্লগ জিন্দাবাদ।"

২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:১২

অনুভব সাহা বলেছেন:

"সামু কি জয়"

৬| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ কিছু তথ্য দিয়েছেন। এ বিষয়ে আপনার গবেষণাটাও দারুণ।

সামহোয়্যারইন ব্লগ এর নিজস্ব বৈশিষ্ট্যের কারণেই সেরা ব্লগে পরিণত হয়েছে।

২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৭

অনুভব সাহা বলেছেন:

ধন্যবাদ

সামু অবস্যই সেরা। এতে ৩কোটির বেশী পোস্ট আছে। যেখানে প্রথম সারির ১০-১২টা ব্লগ মিলিয়ে ৩০লাখ পোস্টও হবে না।
তবে টেকনিক্যাল কিছু দুর্বলতার কারণে পুরাতন ব্লগার/পোস্ট(ক্যাটেগরি অনুসারে) খুঁজে পেতে সমস্যা হয়। সামুর "বিষয় ভিত্তিক ব্লগ" অংশটা ারো সমৃদ্ধ করা যেত।

৭| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো একটা তথ্য দিয়েছেন । ব্যক্তিগতভাবে বিষয়টা নিয়ে কোন দিন ভেবে দেখি নি । আপনার পোস্টের সৌজন্যে জানা হলো। ধন্যবাদ আপনাকে।
সত্যমেব জয়তে।
একটা কথা মনে রাখি ,
অসতো মা সদ্গময়: তমসো মা জ্যোতির্গময়: মৃত্যুং মা অমৃতংগময়:

সামু ব্লগ সমস্ত কলঙ্কের দায় থেকে মুক্ত হবে, এই আমাদের দৃঢ় বিশ্বাস ।

২৮ শে মার্চ, ২০১৯ রাত ১০:৩৬

অনুভব সাহা বলেছেন:
সত্যের জয় হোক
সামু আগের অবস্থায় ফিরুক।

"অসতো মা সদ্গময়: তমসো মা জ্যোতির্গময়: মৃত্যুং মা অমৃতংগময়: "
লাইনটা বুঝিনি/

৮| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩৩

নতুন বলেছেন: ব্লগের জনপ্রিয়তা বাড়াতে কাজ হয়নাই। কলেজের ছেলেমেয়েরা ব্লগিং করেনা.... এটা ব্লগের জন্য খারাপ খবর...

আমাদের প্রজন্মের পরের প্রজন্ম ব্লগের চেয়ে ফেসবুক বা টিকটকে বেশি আগ্রহী... এটা আলোচনায় না বিনদনে আগ্রহী।

্ব্লগ কে জনপ্রিয় করতে কাজ করতে পারে.... সেটা তেমন করা হচ্ছেনা।

২৮ শে মার্চ, ২০১৯ রাত ১০:৩৪

অনুভব সাহা বলেছেন:

ঠিক
তরুণ প্রজন্ম(স্কুল, কলেজ, ভার্সিটি) খুব কম ব্লগে আসে/ব্লগিংএ আগ্রহী নয়। আমার বন্ধুদের মধ্যে মাত্র দুজন ব্লগে লিখতো, একজনকে তো আজও চিনি না(ছদ্মনামে লিখতো) এখন ওরাও ডুব দিয়েছে।

ব্লগিংটা ছড়িয়ে দেয়া দরকার

৯| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪১

আকতার আর হোসাইন বলেছেন: দারুণ তথ্যমূলক পোস্ট। আশা করি শীঘ্রই ব্লগে আগের সেই জমজমাট ভাব ফিরে আসবে।

২৮ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৯

অনুভব সাহা বলেছেন:

ধন্যবাদ
সামু তার স্বরুপে ফিরে আসুক

১০| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ১০:১১

জাহিদ অনিক বলেছেন: বাহ দারুণ পরিসংখ্যান তুলে ধরেছেন ----

২৮ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৮

অনুভব সাহা বলেছেন:

এই মুহূর্তে অনলাইনে আছেন
৩৪জন ব্লগার১৬৭৬জন ভিজিটর১৫৭৬জন মোবাইল থেকে

১১| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ১১:০০

মাহমুদুর রহমান বলেছেন: সামু ইজ বেস্ট।বাংলাভাষার সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বড় ব্লগসাইটের সদস্য হতে পেরে আমি আনন্দিত।দোয়া করি এই ব্লগটাকে যেন আবার স্বাভাবিক রুপে ফিরে পাই।

২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১১:০৫

অনুভব সাহা বলেছেন:

ধন্যবাদ

১২| ২৯ শে মার্চ, ২০১৯ ভোর ৬:৫৩

সোহানী বলেছেন: চমৎকার পরিসংখ্যান দিয়েছেন। সামহোয়ার সবসময়ই জনপ্রিয় ছিল। আশা করি আবারো এ্যাক্টিভ হবে সবাই ঠিক আগের মতো।

২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১১:০৬

অনুভব সাহা বলেছেন:

ধন্যবাদ। সামু এগিয়ে যাক

১৩| ২৯ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৫৬

মা.হাসান বলেছেন: খুব ভালো লাগলো। একথা সত্য ব্লগের এডমিনরা টেকনিক্যাল বিষয় গুলির উপর আরেকটু নজর দিলে ভালো হত।প্রফেশনাল একজন মার্কেটিং এক্সপার্ট নিয়োগ দিয়ে ব্লগারের সংখ্যা বাড়ানো যায় । নিজের পকেটের পয়সা দিয়ে অনন্তকাল ব্লগ চালানো কি সম্ভব?

২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১১:১৯

অনুভব সাহা বলেছেন:

ধন্যবাদ। সহমত
ব্লগ কর্তৃপক্ষ কী ভাবছে সেটা জানি না। তবে ব্লগ নিয়ে সুদূর প্রসারি পরিকল্পনা থাকা দরকার

১৪| ২৯ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন, পোস্ট পড়ে মুগ্ধ হ'লাম। সেই সাথে পোস্টটাকে "প্রিয়"তে তুলে রাখলাম এবং অবশ্যই, পোস্টে প্লাস ++!
আপনার কোন পোস্টে এই প্রথম এলাম। বলতে পারেন, শিরোনামটাই আমাকে টেনে নিয়ে এলো। বেশ কিছু মন্তব্য এবং অধিকাংশ প্রতিমন্তব্য ভাল লাগলো। +
আপনি শুরুতেই যে আটটি ব্লগের নামোল্লেখ করেছেন, তার মধ্যে ১ ও ৮ নং ক্রমিকে উল্লেখিত ব্লগ দু'টিতে আমি গত প্রায় ৪/৫ বছর ধরে স্বনামে নিয়মিত লিখে আসছি। ৮ নং ব্লগটি আগে ভীষণ ভাইব্র্যান্ট ছিল, কিন্তু গত বছর দুয়েক থেকে একেবারে ঝিমিয়ে আছে। ফলে, এখন আমার বেশীরভাগ অবসর সময়ে এ ব্লগটার উপরেই চোখ থাকে। সাম্প্রতিক সময়ে যে প্রতিকূল পরিস্থিতির মাঝ দিয়ে এ ব্লগটা এগিয়ে যাচ্ছে, তা দেখে মনটা মাঝে মাঝে ভীষণ খারাপ হয়ে যায়; এর কারণটা আপনার "শেষ কথা" এর একেবারে শেষ কথাটি দিয়েই বলছিঃ "দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, বিতর্কের জায়গাটা থাকাটা খুবই দরকার"
তবে বলতেই হয়, আপনার তুলে ধরা পরিসংখ্যানগুলো অবশ্যই আশাব্যঞ্জক। এ মুহূর্তে (সকাল ৯ঃ৫৬) এ ব্লগের পরিসংখ্যানঃ
১৪ জন ব্লগার, ১০১৯ জন ভিজিটর, ৯৪৩ জন মোবাইল থেকে। তেমন মন্দ নয়, অবশ্যই।
এ কাজটুকু অনায়াসে করা সম্ভব ছিল না। এর পেছনে যে শ্রম ও সময় দিয়েছেন, তার জন্য সাধুবাদ!
ভাল থাকুন, শুভকামনা---

২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১১:২৮

অনুভব সাহা বলেছেন:

ধন্যবাদ।
http://www.cadetcollegeblog.com আপনার পোস্ট দেখেছি, আমি মাঝেমাঝে ঐ ব্লগ পড়ি। আজ আবার ঘুরে আসলাম, খায়রুল আহসান (৬৭-৭৩)
ভালো থাকবেন

এখন অনলাইনে আছেন,
২৮জন ব্লগার১৩৩৫জন ভিজিটর১২৪৬জন মোবাইল থেকে

১৫| ২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৩২

নীলপরি বলেছেন: প্রথমেই আপনাকে ধন্যবাদ পোষ্টের জন্য । আর পরিস্থিতি যেমনই হোক সামুই সেরা জেনে খুব ভালো লাগলো ।

শুভকামনা

২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪২

অনুভব সাহা বলেছেন:

ভালো থাকবেন

১৬| ২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৪০

হাবিব বলেছেন: গ্রেট সামু, জয় হবেই। বন্দিশালা থেকে মুক্তি পাবেই।

২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪২

অনুভব সাহা বলেছেন:

তাই হোক

১৭| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।

২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৩

অনুভব সাহা বলেছেন:

ধন্য বাদ

১৮| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২২

নজসু বলেছেন:



অনেক ব্লগার, ভিজিটর সামুতে প্রবেশ করতে পারছেন না।
তবুও সামু এগিয়ে আছে।
আশা করি খুব শীঘ্রই সামু আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে।
আমরা আশাবাদী।

২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৬

অনুভব সাহা বলেছেন:

সামু এগিয়ে কিন্তু ব্লগিং কমিউনিটি পিছিয়ে। আরো অ্যাক্টিভ ব্লগার থাকা দরকার

ব্লগিং এগিয়ে চলুক

১৯| ২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:০৩

করুণাধারা বলেছেন: চমৎকার একটি পোস্ট দিয়েছেন, অনেক পরিশ্রম করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এর জন্য। এতগুলো ব্লগের নাম জানা ছিল না, লিংক দেয়ায় এগুলো ঘুরে দেখার সুযোগ হল।

২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪১

অনুভব সাহা বলেছেন:

ধন্যবাদ

২০| ২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:১৮

জুন বলেছেন: আমি দুয়েকটা ব্লগে রেজিষ্ট্রেশন করেছিলাম। কিন্ত সামুর মত এত ইউজার ফ্রেন্ডলি আর কোনটাই না। সামুর মত এত ব্লগার আর কোন ব্লগেই নেই। এত সুন্দর একটি সম্পর্ক এখানে বিদ্যমান যা সত্যি ভালোলাগার।

২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪১

অনুভব সাহা বলেছেন:

অনলাইনে আছেন
২৪জন ব্লগার৬৩৮জন ভিজিটর৫৮৪জন মোবাইল থেকে


আমিও শব্দনীড় আর ওয়ার্ডপ্রেসে আইডি খুলেছিলাম। সেম সমস্যা।

২১| ২৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

সুমন কর বলেছেন: সামু'র সাথে কোন ব্লগের তুলনা হয় না। সামুর কোন বিকল্প নেই। ব্যক্তিগত প্রতিহিংসার শিকার সামু, সো কিছু বলার নেই!!
সামু এবং সামুর ব্লগার টিকে থাকবে.....

৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১০:০১

অনুভব সাহা বলেছেন:

সহমত জানাচ্ছি

২২| ৩০ শে মার্চ, ২০১৯ সকাল ৮:০৯

খায়রুল আহসান বলেছেন: আজ ভোর সোয়া ছয়টায় ব্লগে অনলাইন ছিলেন মাত্র ৫ জন। এখন ( সকাল ০৮ঃ১০) ৬ জন, ভিজিটর ৩৮২, মোবাইলে ৩৪০ জন!

৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১০:০২

অনুভব সাহা বলেছেন:

ধন্যবাদ জনাব

৩০ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২৫
৯জন ব্লগার৩৭৮জন ভিজিটর৩৪৭জন মোবাইল থেকে

৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১০:০১
১৯জন ব্লগার১০০২জন ভিজিটর৯৩৪জন মোবাইল থেকে

২৩| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সামুই সেরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.