নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

গোল্ড ফিস মেমরিতে কত কী মনে রাখবো?

০১ লা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

"একটি বাংলাদেশ তুমি জাগ্রতজনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার"
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ-
৫৮ মন্ত্রণালয় ও বিভাগ, ৩৫৩ অধিদপ্তর ও অন্যান্য
৮ বিভাগ, ৬৪ জেলা, ৪৯১ উপজেলা, ৪৫৫৪ ইউনিয়ন (বাংলাদেশ (Bangladesh) জাতীয় তথ্য বাতায়ন )

[০১/১২/১৮]↓
মোট ভোটার: ১০কোটি ৪১লাখ ৯০ হাজার ৪৮০ জন[জনসংখ্যা- ১৬ কোটি ৮লক্ষ(অর্থনৈতিক সমীক্ষা-২০১৮)]
পুরুষ ভোটার: ৫,২৫,৪৭,৩২৯ জন
নারী ভোটার: ৫,১৬,৪৩,১৫১ জন
নতুন ভোটার: ১ কোটি ২৩ লাখ(প্রায়)
১৮-২৮বছর বয়সী ভোটার: ২৮%

[০৯/০১/১৯]↓
কার মাসিক বেতন কত?
প্রধানমন্ত্রীর: ১লাখ ১৫ হাজার টাকা
মন্ত্রী: ১লাখ ৫ হাজার টাকা
প্রতিমন্ত্রী: ৯২ হাজার টাকা
উপমন্ত্রী: ৮৬ হাজার ৫০০ টাকা [ভাতা নিয়ে লেখার মুড নাই]

[০৭/০৩/১৯] ↓
মুক্তিযোদ্ধা তালিকার শেষ কোথায়?
১. চার কোটি টাকা খরচ হলেও পূর্ণঙ্গ তালিকা তৈরী হয় নি।
২. বর্তমানে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা- ২,৩৪,৩৭৮জন(বেসামরিক গেজেটভুক্ত - ১,৮৪,৪৪৩)
৩. বিএনপির আমলে(২০০১-০৬) গেজেটভুক্ত হন ১,৯৮,৮৮৯জন। ২০০৯সালের পর আওমিলীগের ১০ বছরে গেজেটভুক্ত হন ৩৫,৪৮৯জন।
৪. ভাতার পরিমান: ২০০৯সালে ছিল ৯০০টাকা, এখন ১০,০০০টাকা।

[১৪/০৩/১৯] ১০ বছরে গ্যাসের মূল্য বেড়েছে ৬বার।
[২৮/০৩/১৯]↓
১. ৫বছরে সড়কে প্রণহানি ৪৭৪১। দুর্ঘটনায় হতাহতের ৩৮% এর বয়স ৬-২৫; মৃতের ১২.৫%শিক্ষার্থী। ৬৮% দুর্ঘটনার উৎস বাস-ট্রাক।
২. জনপ্রশাসনে বড় বাঁধা দলীয়করণ। আওয়ামিলীগ-বিএনপি দুই আমলেই এটা হয়েছে।
জনপ্রশাসনে সরকারি কর্মকর্তা-কর্মচারী: ১৩,৬২,২৯৮জন।(মোট ক্যাডার ২৭)
নারী সদস্য: ৩,৬৮,৮১৯(২৭%)
প্রথম শ্রেণীর নারী কর্মকর্তা: ৩০,০৪২(নারীদের ৮%) [সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৮]
৭৮জন সচিবের মধ্যে নারী সচিব ৭জন। একমাত্র নারী জেষ্ঠ সচিব জুয়েনা আজিজ। [PA-E-7]

[৩১/০৩/১৯]↓
রেল খাতের আমলনামা: ২০১৬-১৭ অর্থ বছরে
ব্যয়ঃ ২,৮৩৫ কোটি টাকা
আয়ঃ ১,৩০৩ কোটি টাকা
লোকসান: ১,৫৩২ কোটি টাকা
অপারেটিং রেশিও, বার্ষিক আয়ের অনুপাতে পরিচালনা ব্যয়(%)[লাভ ক্ষতির অংক-]
আয় ১,৩০৩ কোটি টাকা হলে ব্যয় হয় ২,৮৩৫ আয় কোটি টাকা
১ টাকা হলে ব্যয় হয়= ২৮৩৫/১৩০৩
আয় ১০০টাকা হলে ব্যয় হয়= ২৮৩৫*১০০/১৩০৩= ২১৭.৫৭%(পুরাই লস)
যা, ভারতে ৯১%(লাভ জনক)
যুক্তরাষ্ট্রে ৭০%(লাভ জনক)[নর্থ ওয়ান ক্লাস ওয়ান রেলওয়ে]
তুরস্কে ৯৪% (লাভ)
পাকিস্তানে ১৭৪%(লস প্রজেক্ট)
বর্তমানে রেললাইন আছেঃ ৪,২৯২কিমি
স্বাধীনতার সময় ছিলঃ ৪,৪৪৮কিমি [সূত্রঃ বিআর]

[০১লা এপ্রিল, ২০১৯]↓
১. চার ধাপে ৪৪৫টি উপজেলায় ভোট হয়েছে(৫ম ধাপ ১৮জুন)। বিনা ভোটে ১০৭জন চেয়ারম্যান নির্বাচিত। কোন পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোট লাগেনি ৩০উপজেলায়। ২৪%চেয়ারম্যান, ৫০জন ভাইস চেয়ারম্যান, ৫৯জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বিনা ভোটে তিন পদে সবাই জয়ী ৩০ উপজেলায়, শেষ পাতা -38642
২. সাগর-রুনির হত্যাকান্ড: ৬২ বার সময় নিয়েছে র্যাব, ৬৪বার সময় দিয়েছে আদালত।[PA-3-1]
৩. ২০১৮সালে ৫৭১শিশু ধর্ষণের শিকার।(PA:5-1)


একটি লিংকঃ এফআর টাওয়ারের আগুন কি আরো আগে নেভানো যেতো? - BBC News বাংলা_47765086

ইহা ব্যক্তিগত পোস্ট। তথ্যগুলো নানা সমসয়ে সংগ্রহ করা। সবগুলোর লিংক দেয়া গেল না, তবে নেটে সার্স দিলে অনেক আমলনামাই দৃষ্টিগোচর হইবে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

হাবিব বলেছেন: ট্রেনে সিট পাওয়া চাকরি পাওয়ার চাইতে কম কষ্টের নয়, তবুও এতে লোকসান হয় কেমনে?

০১ লা এপ্রিল, ২০১৯ রাত ১১:০২

অনুভব সাহা বলেছেন:
এটা যে চোরের দেশ। (সরিষার ভেতরে ভূত/ভেজাল থাকলে উহাতে কাজ হইবে কীভাবে!?)

২| ০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৮:০১

ঢাবিয়ান বলেছেন: শ্বেতপত্র প্রকাশ পেলে এই স্বৈরাচার সরকারের দূর্নীতি গিনিজ বুকে এক নাম্বার স্থান দখল করবে এটা নিশ্চিত।

০১ লা এপ্রিল, ২০১৯ রাত ১১:০৪

অনুভব সাহা বলেছেন:

আপনার সব কিছুতেই বাড়াবাড়ি।(তবে এটা সত্য, দুর্নীতি+ উন্নয়ন দুটোই বেড়েছে)

৩| ০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: এই যদি হয় দেশের অবস্থা তাহলে দেশ কি করে উন্নয়নের মহাসড়কে?

০১ লা এপ্রিল, ২০১৯ রাত ১১:১৫

অনুভব সাহা বলেছেন:

কি' আর কী" এই দুটোর ব্যবহার ঠিক করতে হবে। দেশের মহাসড়কের যেরাম হাল, উন্নয়নেরও সেরাম হাল।(বুইঝা লন)

৪| ০১ লা এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৫

আহমেদ জী এস বলেছেন: অনুভব সাহা ,




গোল্ড ফিস মেমরিতে যখন "কত কী" মনে রাখা সম্ভব নয় তখন এই একটা কথা নিশ্চয়ই মনে থাকবে--- "সব সম্ভবের দেশ" ?

০১ লা এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৯

অনুভব সাহা বলেছেন:

সেটাই
চোরের খনি তো অনেক আগেই বের হয়েছে। এখন সাধুরা দেশ চালালেই হয়।
শুভরাত্রি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.