নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রীর ভারত সফর আর পর্বতের মূষিক প্রসব

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১৫

আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে আছেন। সেখানকার হাসিনা-মোদী বৈঠকে বাংলাদেশ-ভারতের মধ্যে ৭টি চুক্তি ও ৩টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এলপিজি গ্যাস রপ্তানি আর যুব উন্নয়ন বাদ দিলে কাজের কোন চুক্তি নেই। এলপিজি, ফেনীর পানিবন্টন, মংলা-চট্টগ্রাম বন্দর নিয়ে যে চুক্তি হয়েছে তাতে আমাদের চেয়ে ভারতের স্বার্থ/লাভই বেশী। সবচেয়ে বড় কথা তিস্তা চুক্তি, রোহিঙ্গা সমস্যা বা এনআরসির মত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এখানে অনুপস্থিত। প্রশ্ন ওঠা স্বাভাবিক, প্রধানমন্ত্রীর সফর থেকে আমাদের প্রাপ্তি কী?
৩৫ টাকা দরে হাজার টন পেঁয়াজ? আর দ্রুততম সময়ে তিস্তা চুক্তির আশ্বাস?

বি. দ্র:
বাংলাদেশে ৬০ হাজার টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৪

ভবিষ্যত বলেছেন: প্রাপ্তিতা ব্যক্তিগত!!! আগামী ৫-৭ বছরে বাংলাদেশ ভারতের একটা অংশ হতে যাচ্ছে...

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২১

অনুভব সাহা বলেছেন:



১৬-১৭কোটির উটকো বোঝা ভারত কখনোই তার কাঁধে চাপাবে না, তবে সুবিধা নিবে

২| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বায়ান্নর চেতনায় বাজ; একি! কেন হৃদয়ে রক্ত ঝরে
ওমা! প্রধান দেখি বক্তিমাতে গর-গরিয়ে হিন্দি ঝাড়ে!!
শুনি, আবেগ ভরা অভিমানের কথায় সেকি ঝাজ,
দেয়নি? তাই রাগ করে খাননি নাকি পিয়াজ!!!
B-)

অসম্মান, অপমান আর নতজানুতার এক ব্যার্থ সফর!

শুধু দিয়ে যা্ওয়া ছাড়া পাবার খাতা শুন্য!!!

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২৭

অনুভব সাহা বলেছেন:

পাবার খাতা শূন্য কিনা জানি না, লাভ ক্ষতির হিসেবটা সুবিধের নয়। এখন যে পেঁয়াজ আসছে তা প্রধানমন্ত্রীর বিচক্ষণতার জন্যই। তিনি পানির ব্যাপারটাতে আরো গুরুত্ব দিতে পারতেন।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৭

আহমেদ জী এস বলেছেন: অনুভব সাহা,




প্রাপ্তি হলো বড়মিয়ার সাথে বন্ধুত্ব !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২৮

অনুভব সাহা বলেছেন:



এমন একতরফা বন্ধুত্বে কী হইবে!

৪| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনার (পরিবারের) কোন ভালো প্রতিবেশী আছে?

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২৯

অনুভব সাহা বলেছেন:

আছে। মাঝেমধ্যে এটা সেটা নিয়ে দ্বন্দ্ব বাধে, আবার মিটেও যায়

৫| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৭

ভুয়া মফিজ বলেছেন: যাহ্, আপনি দুষ্ট প্রকৃতির মানুষ। আপনার চেতনা সম্পূর্ণ বিলুপ্তির পথে। দেশকে ভালোবাসলে প্রধানমন্ত্রীকে নিয়ে এসব কথা বলতে পারতেন না। :P

পেয়াজ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী একেবারেই চিন্তিত নন। উনি ওখানে এক ভাষণে বাংলা বা ইংরেজীতে না, একবারে খাস হিন্দিতে বলেছেন, 'পেঁয়াজ মে থোড়া দিক্কত হো গিয়া হামারে লিয়ে। মুঝে মালুম নেহি, কিউ আপনে পেঁয়াজ বন্ধ কর দিয়া! ম্যায়নে কুক কো বোল দিয়া, আব সে খানা মে পেঁয়াজ বন্ধ কারদো।' view this link

বাংডিয়ানদের বক্তব্য শোনার অপেক্ষায় আছি! ;)

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৩

অনুভব সাহা বলেছেন:

দেখুন, প্রধানমন্ত্রী হিন্দিতে['পেঁয়াজ মে থোড়া দিক্কত হো গিয়া হামারে লিয়ে। মুঝে মালুম নেহি, কিউ আপনে পেঁয়াজ বন্ধ কর দিয়া! ম্যায়নে কুক কো বোল দিয়া, আব সে খানা মে পেঁয়াজ বন্ধ কারদো।' (পেঁয়াজ নিয়ে একটু সমস্যায় পড়ে গেছি আমরা। আমি জানি না, কেন আপনারা পেঁয়াজ বন্ধ করে দিলেন। আমি রাঁধুনীকে বলে দিয়েছি, এখন থেকে রান্নায় পেঁয়াজ বন্ধ করে দাও।)] অমন খোঁচামারা বক্তব্য না দিলে এলসি করা পেঁয়াজগুলো হয়তো আসতো না। পেঁয়াজের দামও কমতো না। এটার জন্য উনাকে থ্যাকস। কিন্তু তিস্তা বা রোহিঙ্গার মত মেজর ইস্যুতে উনি কিছু না করায় আমরা হতাশ

৬| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৬

শাহিন-৯৯ বলেছেন:



বন্ধু তুমি আমার জানের জান
তোমার জন্য দিতে পারি আমার বাটি ঘটি সাথে প্রাণ।
.....................
না, না, চাই না কিছু আমি
নিলে, বলবে লোকে বিনিময়ে নিয়েছে তুমি
প্রেম তোমার ছিল না খাঁটি!!
লোক দেখানোর ভাব।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৭

অনুভব সাহা বলেছেন:



প্রতিবেশী দেশ হিসেবে ভালো সম্পর্ক অবস্যই রাখতে হবে। তবে পানি বন্টন, ট্রানজিট, সীমান্তসহ বেশকিছু বিষয়ে আমরা খুব পিছিয়ে। এসবের সাথে আমদানি রফতানিতেও আরেকটু ব্যালেন্স করা দরকার

৭| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: বি পজেটিভ ম্যান।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৯

অনুভব সাহা বলেছেন:

আমার রক্ত এ পজিটিভ

৮| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৭

গেছো দাদা বলেছেন: আমি পাপী...আমি পাপী ভাবতে ভাবতে শেষে পাপীই হয়ে যায় মানুষ।(শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত) । এত বেশি নেগেটিভ ভাবতে ভাবতে শেষে জীবনটাই পুরো নেগেটিভ হয়ে যেতে পারে।(গেছোদাদা কথামৃত)। কাজেই বি পজিটিভ, বি হ্যাপী।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫২

অনুভব সাহা বলেছেন:


দাদা, পজিটিভিটি ভালো তবে সব বিষয়ে নয়। আমার রক্ত এ পজিটিভ, সমস্যা নেই কিন্তু এইচআইভি পজিটিভ হলে সমস্যা

৯| ০৬ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:৪৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
৮ নম্বর মন্তব্যের প্রতিউত্তর পইড়া মাননীয় স্পিকার হয়ে গেছি :D

১০| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পর্বতের মূষিক প্রসব আপনার চোখে ধরা পড়লেও দেশের দল কানাগুলোর চোখে পর্বত পার্বতী প্রসব করিয়াছে |

১১| ০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমার রক্ত এ পজিটিভ

কখনও কাউকে রক্ত দিয়েছেন??

১২| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দেশে গ্যাসই নেই আবার রপ্তানি করবে। এরা কখন যে কী করে বুঝি না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.