নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

মুক্তির স্বাদ: আহা কি আনন্দ!

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৩

অনলাইনে আছেন- ৩১, ৪৬, ৫১, ৫৭, ৬১, ৬৭... জন ব্লগার।
ব্লগারদের হাফ সেঞ্চুরি যে ঠিক কতদিন আগে দেখেছিলাম ভুলেই গিয়েছি। উপস্থিতির সংখ্যা দেখে বেশ ভালো লাগল। এক পোস্ট দেখে কারণটাও বুঝতে পারলাম। অনেকেই স্বাভাবিকভাবে ব্লগে প্রবেশ করতে পারছে। আমিও ট্রাই করলাম, আমার আইপি থেকে ভিপিএন ছাড়াই লগইন করতে পারলাম। এর আগে বেশ কিছু পোস্ট দেখেছি কেউ কেউ ভিপিএন ছাড়া ব্লগে ঢুকতে পারছে(বাংলাদেশ থেকে), কিন্তু আমি পারিনি। আজ পারলাম। আশাকরি সবাই পারবে। ব্লগারদের সংখ্যা বাড়বে, সেঞ্চুরিও করবে।

ব্লগমুক্ত হলে আরো অনেকেই পোস্ট দেবে। তবে আমি পোস্ট দিলাম দুটি বিশেষ কারণে-
১। কয়েকদিন আগে আমি একটা আইডি খুলতে চেয়েছিলাম। সামু থেকে, "আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে" বার্তাও পেলাম কিন্তু ইমেইলে কোন লিংক পেলাম না। বেশ হতাশ হয়েছিলাম। আমার নিক নেমের জন্য মনে হতে পারে আমি সনাতন ধর্মের, কিন্তু বাস্তবিক আমি পারিবারিক ভাবে মুসলিম। ভোলাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল সেই প্রেক্ষিতে বিষয়টা ক্লিয়ার করলাম।
২. সামুর বেশীরভাগ পোস্ট ভালো পেয়েছি, তবে মাঝেমধ্যে দু-একটা পোস্ট/কিছু লাইন দৃষ্টকটু লাগে। ব্লগাররা উদার হয়, আশাকরি লেখার সময় তারি আরেকটু সংযত ও সতর্ক হবে। ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে একসাথে থাকবে, মানবতার কথা বলবে।

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক শুভেচ্ছা।

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৬

অনুভব সাহা বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৮

শায়মা বলেছেন: হা হা

মুক্ত করো ভয়
আপনা মাঝে আপনি ধর নিজেরে করো জয়.....

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৭

অনুভব সাহা বলেছেন: ইদানিং বড় সংকোচে থাকি। মনে হয়: কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও ভাবছিলাম আপনি হিন্দু বুঝি সরি
শুভ ব্লগিং

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১১

অনুভব সাহা বলেছেন: এমনটা অনেকেই ভাবে। সেজন্যই ক্লিয়ার করলাম।

[আমি অনুভব নামে আইডি খুলতে চেয়েছিলাম। কিন্তু সে নামে একজন থাকায় পারিনি। এরপর নানা ভাবে ট্রাই করতে গিয়ে এমনটা হয়ে গিয়েছে]

৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: আজ কেমন সব নতুন নতুন লাগছে।
বড় আনন্দ হচ্ছে।

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৩

অনুভব সাহা বলেছেন: নতুনের আলোয় আলোকিত হোক, উদ্ভাসিত হোক ধরা। কেটে যাক সব কালো আঁধার দুঃখ কষ্ট জ্বরা

৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১২

হাবিব বলেছেন: বড়ই অবাক করা সংবাদ

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৫

অনুভব সাহা বলেছেন: অবাক হলেন কোনটায়! সামুর মুক্তি না আমার নিকনেমে!

৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৮

নূর আলম হিরণ বলেছেন:
আমি তো এখনো ভিপিএন ছাড়া ঢুকতে পারছি না। :(

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৭

অনুভব সাহা বলেছেন: আজ ৭-৮টা পোস্ট দেখলাম। অনেকেই ঢুকতে পারছে। আপনি কেন পারছেন না, জানি না। অ্যান্ড্রয়েডে ইউসি ব্রাউজারে Speed mode অন করে দেখতে পারন। ভিপিএন ছাড়াই ঢুকতে পারবেন।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


সুসংবাদ, আমি ৫৮ জন ব্লগারকে লগিন অবস্হায় দেখছি।

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৯

অনুভব সাহা বলেছেন: আমি ৬০+ দেখেছি

৮| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: শায়মা বলেছেন: হা হা

মুক্ত করো ভয়
আপনা মাঝে আপনি ধর নিজেরে করো জয়.....

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২১

অনুভব সাহা বলেছেন: ওকে। মুক্ত করিবো ভয়। আপনা মাঝে আপনি ধরিয়া নিজেরে করিবো জয়

৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০১

বিজন রয় বলেছেন: খুব ভাল খবর।

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২১

অনুভব সাহা বলেছেন: হ্যাঁ

১০| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৭

ইসিয়াক বলেছেন: খুশির নব রবি কিরণে চারিপাশ আলোকিত হয়ে গেছে ।
সবই যেন নতুন নতুন লাগছে।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

অনুভব সাহা বলেছেন: ঠিক বলেছেন। সরাসরি আসতে পেরে আমরা সবাই খুশি

১১| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনুগ্রহ করে লিংকটি সরিয়ে নিন।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

অনুভব সাহা বলেছেন: সরিয়ে নিয়েছি

১২| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাঁধনছেঁড়া মুষ্টিবদ্ধ দুই হাত। প্রাসঙ্গিক ও চমৎকার ছবিটির জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.