নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

একটি মারা খাওয়া(লাভ করতে গিয়ে লস করা) গল্প

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪১

দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না।
মন, মেজাজও ভালো নেই। ভাবছি বাসা থেকে ঘুরে আসবো।
গ্রামে ওয়াই ফাই নেই, সিমের ডাটা ব্যবহার করতে হয়, তাও আবার টু জি(থ্রিজি ভালোমত পায় না)। গতবার এক জিবি ডাটা নিয়ে ২০০এমবিও শেষ করতে পারিনি। তখনজিপি অ্যাপে একটা প্যাকেজ দেখেছিলাম, ইমার্জেন্সি ইন্টারনেট: ৩দিন মেয়াদে, ৩০MB, শূণ্য টাকায়। ভাবলাম, ফ্রীতে যেহেতু পাচ্ছি, নিয়েই নেই। পারচেজ করলাম, ফিরতি মেসেজ দেখালো: আপনি ৩০ এমবি ডাটা পেয়েছেন, ৩ দিন মেয়াদে। সামনের বার রিচার্জ আপনার অ্যাকাউন্ট থেকে ১০টাকা কাটা হবে। আমার তো চক্ষু চড়কগাছ! ফ্রী ভেবে ১০টাকা লস! এর চেয়ে তো ৪.৫টাকায় ২০০এমবির অফারটা নেয়াই ভালো ছিল!
আবার জিপি অ্যাপে ঢুকলাম। 30MB, 0TK তার নীচে ছোট অক্ষরে *চিহ্ন দিয়ে লেখা Terms & conditions। সেখানে ক্লিক করে দেখি, বিস্তারিত বর্ণনা। ব্যালান্স ৫টাকার কম হলে এই অফার ব্যাবহার করা যাবে, কোন চার্জ ছাড়াই। তবে পরেরবার রিচার্জ করলে ১০টাকা কেটে নেয়া হবে। নিজের কাজে নিজেই হেসে উঠলাম। লাভ করতে গিয়ে এভাবে মারা খেলাম!

হতাশার খবর হল, জিপির ডাটা দিয়ে সামুতে নরমালি ঢোকা যাচ্ছে না। ওদের আইপি থেকে সামুকে হয়তো এখনো মুক্ত করা হয় নি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৩

তারেক ফাহিম বলেছেন: প্রথম ভাবলাম গ্রামের বাড়ীতে কুলখানি খেতে গিয়ে অঘটন! B-)

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৬

অনুভব সাহা বলেছেন: শিরোনাম আপডেট করেছি

২| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৩

রাশিয়া বলেছেন: জিপি বাদ দিলে কি হয়? আমার টেলিটক তো বেশ ভালোই কাজ দেয় - সব জায়গায় নেটোয়ার্ক পাওয়া যায়। ৪জিও ভাল কাজ করে।

২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

অনুভব সাহা বলেছেন: আমার এখানে(গ্রামে) জিপির নেট যা একটু চলে, অন্যগুলো অচল। কাজেই জিপিই আমার অন্ধের যষ্ঠি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.