নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

পেঁয়াজময় মন্তব্য....

১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

১. আপেল ১৪০ টাকা
পেয়াজ ২৫০ টাকা
কারো বাসায় বেড়াতে গেলে কোনটা নেয়া উচিৎ?
২. সবার দৃষ্টি আকর্ষণ করছি কেউ মেহমান হিসেবে আমার বাড়িতে আসলে কোন গিফট অথবা আপেল কমলা না এনে পিঁয়াজ আনার জন্য অনুরোধ করছি।
(বিমানে করে পেঁয়াজ আমদানি প্রসঙ্গে)
৩. পেঁয়াজের জন্য বিজনেস ক্লাস টিকিট ও বিমানবন্দরে গার্ড অব অনারের ব্যবস্থা করা হোক ।
৪. লাল গ্যালিচা সংর্বধোনা দিতে আমি চাউলের বস্তা নিয়ে আসতেছি
৫. আচ্ছা পিঁয়াজ বিমানে না এনে রকেটে আনলে কেমন হয় ?
৬। প্লেনের ভাড়া তো আমাদেরই দিতে হবে। প্লেনে চড়ে এসে কি আমাদের বটির উপর সহজে আসতে চাইবে। বড়লোকদের বাড়িতে ছুরির নিচেই যাবে।
৭। ট্রাকে আসতেছে তাতেই ২৫০ টাকা, প্লেনে আসলে তো হাজার পেরিয়ে যাবে দাদা।
৯। তাহলে এ পেঁয়াজে তো তরকারী রান্না করা যাবে না! এটা গলার হার, কানের দুল, মাথার মুকুট হিসেবে রাখতে হবে।

১০. কিনতে গিয়ে কাঁদছে পুরুষ
কাঁটতে গিয়ে নারী!
পিয়াজ তুমি অসাধারণ,
করেছ ডাবল সেঞ্চুরি!!
১১. পেঁয়াজ ২৪০ নট আউট বাংলাদেশ ১৫০ অল আউট।পরের ম্যাচ থেকে পেঁয়াজকে বাংলাদেশের পক্ষে খেলানোর জোর দাবী জানাচ্ছি


পেঁয়াজের লাগামহীন দাম বৃদ্ধিতে প্রতিটি পরিবার অসস্তিতে ভূগছে। সংকট মোকাবেলায় কার্গো বিমানে করে পেঁয়াজ আনার সীদ্ধান্ত নেয়া হয়েছে । প্রথম আলো তাদের ফেসবুক পেজে এ নিয়ে একটা পোস্ট দিয়েছে। সেখানকার বেশ কিছু মন্তব্য পড়ে সেরাম হাসি পেল। তার কিছু অংশ কপি করে রাখলাম।(গতকালের কথা)।

আমি একখান মন্তব্য করি:
পেঁয়াজ নিয়ে ভাবনা, আর না, আর না।
পেঁয়াজ বিমানে উঠে গেছে, আর চিন্তা নাই: প্রধানমন্ত্রী

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

নুরহোসেন নুর বলেছেন: পেঁয়াজকে আগামীতে যাদুঘরে রাখা হবে,
বিশেষ করে ইন্ডিয়ান পেঁয়াজ!
আমরা নিজেরাই পেঁয়াজের চাষ যোগ্য জমিতে বাড়ি ঘর বানিয়ে পেঁয়াজের জন্য হাঁ-হুতাশ করছি।

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮

অনুভব সাহা বলেছেন: দাম কমা শুরু হয়েছে।

২| ১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলুতে পিঁয়াজু হতে পারলে
পিঁয়াজ নিয়ে হা-পিত্যেশ কেন?
হোক পিঁয়াজের পরিবর্তে আলু।

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮

অনুভব সাহা বলেছেন: সিঙাড়ায় এটাই হচ্ছে

৩| ১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

পেঁয়াজের গহনা গড়ে বউকে না হয় বান্ধবীকে উপহার দিন।
বছর ভালো কাটবে।

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯

অনুভব সাহা বলেছেন: বিয়েতে এখন পেয়াজের গিফটও চলছে

৪| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: ছিঃ পেয়াজ ছিঃ ।

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০

অনুভব সাহা বলেছেন: পেয়াজ ছাড়া আমাদের চলে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.