নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যত অপ্রিয়ই হোক, সত্য বলতে আমি দ্বিধা করি না। আমি সদাই সত্যে অবিচল। অন্যের কাছে থেকে কিছু জানা আমার শখ।
রোজার উপকারিতা সম্পর্কে বাজারে অনেক বড় ভলিউমের বই পাওয়া যায়। এ নিয়ে চলছে বিস্তর গবেষনাও। বড় বড় ডাক্তাররাও পিছিয়ে নেই। অথচ রোজা রাখলে শারীরিক কোন উপকার পাওয়া যায়-এমন কোন বক্তব্য কোরআনে পাওয়া যায় না। শরীরে এর ইতিবাচক ক্রিয়ার বিষয়ে ধর্মগ্রন্থে কোন উল্লেখ আছে বলেও জানি না। বরং আমরা রোজা রাখি ঈমানের সাথে সওয়াবের নিয়তে। রোজা রাখলে সওয়াব হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়-এটাই ইসলাম সম্মত কথা।
রোজা রাখার ব্যাপারে প্রায়ই হুজুরেরা যুক্তি দিয়ে থাকেন যে, রোজায় উপোষ করে গরীবের কষ্ট বোঝা যায়। এ যুক্তি গবীবের সাথে এক ধরনের উপহাস ছাড়া আসলে আর কিছুই নয়। খাবারের অভাবে না খেয়ে থাকা আর ঘরে পর্যাপ্ত খাওয়া রেখে উপোষ করা কি এক কথা? আসলে এসবই খোঁড়া যুক্তি। এসব যুক্তি মানুষের বানানো। এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। এসব যুক্তি ইসলামের পক্ষে যায় না।
আমরা মুসলমানেরা রোজা রাখি সওয়াবের জন্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে। তথা আল্লাহর আদেশ পালনে রোজা রাখি। আল্লাহ নির্দেশ করেছেন তাই রোজা রাখি। এটাই আমার ঈমান। এখানে কোন যুক্তির প্রয়োজন নেই।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৪ রাত ৯:৩৪
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: মাহে রমজান নিয়ে আমার একটি পোস্ট রয়েছে। পড়ার আহবান জানাই। আশা করি অশেষ নেকী হাসেল হবে।
হ্যাপি মাহে রমজান; ক্ষুধা ও খাদ্য বিলাস শুভ হোক
Click This Link