নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার স্বাধীনতায় বিশ্বাস করি।

আমি সত্যে অবিচল।

আনোয়ার আলী

যত অপ্রিয়ই হোক, সত্য বলতে আমি দ্বিধা করি না। আমি সদাই সত্যে অবিচল। অন্যের কাছে থেকে কিছু জানা আমার শখ।

আনোয়ার আলী › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকদের কিছু গঁৎবাধা বুলি [পর্ব-১]

১৩ ই জুন, ২০১৫ রাত ৯:৫১


‘শয়তান তুই আমার দেহ পাবি, মন পাবি না’ কিম্বা ‘চৌধুরী সাব আমরা গরীব হতে পারি, আমাদেরও সম্মান আছে’ --বাংলা সিনেমার এইসব কমন ডায়ালগের মতই নাস্তিকদেরও কিছু কমন ডায়ালগ আছে। বর্ণনা বৈচিত্র্যের কারনে একটু হেরফের হলেও একটু খেয়াল করলেই দেখবেন ঘুরে ফিরে সেই একই কথা। অতীতের নাস্তিকেরাও প্রশ্নের পর প্রশ্ন করেছে। সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে নানা সংশয় প্রকাশ করেছে। আরজ আলী মাতুব্বরের মত স্বশিক্ষিত নাস্তিকও করেছে এবং হাল আমলের ইন্টারনেট ভিত্তিক নাস্তিকেরাও করে চলেছে। ডকিন্সের বাংলা অনুবাদ পড়ে , বন্যা আহমদের বিবর্তন পড়ে, অভিজিৎ রায়ের সৃষ্টি তত্ত্ব আর বিশ্বাসের ভাইরাস পড়ে বাংলার ইন্টারপাশ নব্য নাস্তিক হওয়া ‘বিজ্ঞান মনস্ক’ নাম ধারনকারীরাই লাফালাফি করছে বেশী। নিত্য নতুন ডায়ালগ মারতে ওস্তাদ এরা।
এসব নাস্তিকদের কিছু কমন ডায়ালগ:
১। ‘কোন কিছু আবিস্কার হলেই কেবল মুসলমানেরা সেটা কোরআনে খুঁজে পায়’
জবাব:
একটু খেয়াল করুন, মুসলমানেরা কোরআনেই বিশ্বাস করেন। কোন নতুন আবিস্কার যদি তারা কোরআনের সাথে মিলিয়ে দেখেন, তাতে নাস্তিকদের গা জ্বলবে কেন? বিজ্ঞান কি নাস্তিকদের পৈত্রিক সম্পত্তি? তাদের গা জ্বলছে একটা কারনে তাহলো তাদের দৃঢ বিশ্বাস বিজ্ঞানের এসব বিষয় কোরআনে থাকতেই পারে না। তাদের ধারনা কোরআনে থাকবে সব আজগুবি গল্পগুজব এবং অবৈজ্ঞনিক কথাবার্তা। আধুনিক বিজ্ঞানের আবিস্কার কেন কোরআনে থাকবে? আর যদি থাকে, তাহলে নাস্তিকতা প্রচারে সেটা চরম বাধার সৃষ্টি করে। বিগব্যাং থিউরী মুসলমানেরা আবিস্কার করেনি, গ্রহ নক্ষত্র ঘূর্ণনের কথা মুসলমানেরা আবিস্কার করেনি, বহু বিশ্ব থাকার কথাও মুসলমানেরা আবিস্কার করেনি। কিন্তু এসব আবিস্কার হওয়ার পর মুসলমানেরা সেটা কোরআনের সাথে মিলিয়ে দেখেছে। যখন কোরআনের সাথে কোন বৈপরিত্য খুঁজে পায়নি, তখন সেটা বিশ্বাস করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আবিস্কার হওয়ার পর কেন কোরআনে এলো, আগে কেন কোরআনে তারা খুঁইজ্জা পাইলো না- এসব বুলি আওড়ে তারা মুসলমানদের কাবু করতে চান।
২। ‘পৃথিবী ঘুরছে এটা কোরআনের কোথাও নেই’
জবাব:
-কোরআনে ‘চন্দ্র, সুর্য প্রত্যেকে যার যার কক্ষপথে পরিভ্রমন করছে’ [সুরা আম্বিয়া, আয়াত: ৩৩] কথা লেখা থাকলেও, পৃথিবী ঘুরছে এটা কেন সুস্পষ্টভাবে লেখা নেই তা নিয়ে যত মাথা ব্যাথা। কোরআনে যা লেখা আছে, তা কেয়ামত পর্যন্ত সত্যই থাকবে। যে সময়ে কোরআন নাজিল হয়, ঐ সময়ে কেবল পৃথিবী ঘুরছে একথা বললে লোকজন এটাকে প্রত্যাখ্যান করতো। কিন্তু প্রত্যেকে যার যার নিজস্ব কক্ষপথে পরিভ্রমন করছে এটাতে সে যুগে যেমন কোন অসুবিধা হয়নি, এ যুগেও হচ্ছে না, ভবিষ্যতেও হবে না।

৩। ‘কোরআনে আছে পৃথিবী সমতল’
জবাব:
কোরআনের কোথাও পৃথিবী সমতল এমন কথা লেখা নেই। কিন্তু নাস্তিকদের ধারনা কোরআনে তো এমনটাই থাকা উচিত। কোরআনে যদি তেমনটা থাকতো, তাহলে পৃথিবীর সমস্ত মুসলমান সেটাই বিশ্বাস করতেন, বিজ্ঞানের কথাকে পাত্তা দিতেন না। কাজেই নাস্তিকদের এসব কথার কোন যুক্তি নেই।

৪। মুসলমানেরা বিবর্তনবাদ-এর ‘ব’-ও বুঝে না। ধর্ম বিশ্বাসে আঘাত হবে বলেই তারা বিবর্তনবাদের বিরোধিতা করে।
জবাব:
-নাস্তিকেরা এমন একটা ভাব করে যেন তারাই বিজ্ঞানের সব বুঝে ফেলেছে। তারাই বিজ্ঞান মনস্ক, বিবর্তনবাদ কেবল তারাই বুঝেছে। অন্যরা না বুঝেই লাফাচ্ছে। প্রকৃত সত্য হলো, নাস্তিকেরা আসলে বিবর্তনবাদ বিশ্বাস করে ফেলেছে। আর মুল সমস্যাটা সেখানেই। শত যুক্তি আর বৈজ্ঞানিক প্রমাণ দিয়েও তাদেরকে এ বিশ্বাস থেকে টলানো যাবে না। ধার্মিকেরা যেমন ধর্মে বিশ্বাস করেন, তেমনি নাস্তিকেরাও বিবর্তনবাদে বিশ্বাস করেন। সরল অ্যামিবা থেকে এলোমেলো বিবর্তন কোন বৈজ্ঞানিক সত্য নয়। এটা একটা বিশ্বাস মাত্র। ফসিল রেকর্ড চরম ত্রুটিপূর্ণ এবং কল্পনা নির্ভর। এক প্রজাতির সাথে আরেক প্রজাতির ডিএনএ কাছাকাছি হলেই বিবর্তনবাদ সত্য হয়ে যায় না। বিবর্তনবাদীরা বলেন, বানর থেকে মানুষ হয়নি, বরং বানর এবং মানুষ একটি কমন পূর্বপূরুষ বা প্রাইমেট থেকে এসেছে। আর সেই কমন প্রাইমেট-এর ফসিল বা প্রমাণ কিন্তু এখনো পাওয়া যায়নি। বিবর্তনবাদ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য নয়। এটা কোটি কোটি বৎসরের কাল্পনিক ইতিহাসের বর্ণনামাত্র। সৃষ্টিকর্তায় যাদের বিশ্বাস নেই, বিবর্তনবাদের কল্পকাহিনী মানা ছাড়া তাদের আর কোন বিকল্পও নেই।
৫। কোন বিজ্ঞানই মনে করে না যে, মহাবিশ্ব সৃষ্টি ও প্রাণের উদ্ভবের জন্য একটা ‘অলৌকিক ভেলকিবাজী’র প্রয়োজন আছে।
জবাব:
ইসলাম ধর্মের কোথাও কিম্বা কোরআন-হাদীসের কোথাও কি মহাবিশ্ব সৃষ্টি ও প্রাণের উদ্ভবের জন্যে ‘অলৌকিক ভেলকিবাজীর’ কথা আছে? এটা নিছকই একটা প্রোপাগান্ডা। নাস্তিকেরা মনে করে কোরআনে এমন কোন ভেলকিবাজির কথা আছে।
৬। ধর্মের বই বাজারে না ছেড়ে আল্লাহ তো মানুষের জেনেটিক কোডে একটু পরিবর্তন করে দিলেই পারতেন।
জবাব:
সেটা পারতেন। আল্লাহ কোরআনে তা বলেছেনও। [সুরা ইউনুস, আয়াত: ৯৯] জেনেটিক কোডে পরিবর্তন করে দিলে তো সবাই ধার্মিক হয়ে যেতো? তাহলে দুনিয়াটা পরীক্ষাগার হলো কি করে? আল্লাহর স্বর্গ নরক সৃষ্টির সার্থকতা কোথায় থাকলো? আর যেহেতু ইলেকট্রনিক মিডিয়া পৃথিবীর আদি যুগ থেকে ছিল না, সে কারনেই বই ছাড়া। এমন আবাল প্রশ্নের জবাব আবাল ছাড়া কি হতে পারে? ধর্মের বই বাজারে আছে বলেই তো ধর্ম টিকে আছে। ধর্মের বই বাজারে আছে বলেই তো নাস্তিকদের গলদঘর্ম হতে হচ্ছে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৫ রাত ১০:৫২

এস. এম. মাহমুদুল হাসান বলেছেন: চমৎকার লিখেছেন।

২| ১৪ ই জুন, ২০১৫ সকাল ১০:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
ব্লগারদের নাম নিরাপদ করার বিষয়টি স্বয়ংক্রিয় হওয়াতে অনেক অগ্রহনযোগ্য নামও নিরাপদ তালিকায় উঠে যাচ্ছে। আপনার নামটিও তেমন। নামের মধ্যেই ঠিকানা প্রকাশের বিষয়টি ঠিক দৃষ্টিনন্দন নয়। তাই আপনাকে আন্তরিক অনুরোধ করা যাচ্ছে আমাদেরকে মেইল করে আপনার নাম পরিবর্তনের ব্যাপারে জানানোর জন্য। বাকি প্রক্রিয়াটি আমরা আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দিব। আমাদেরকে মেইল করার ঠিকানা হলো, [email protected]


ধন্যবাদ। শুভ ব্লগিং।

৩| ১৪ ই জুন, ২০১৫ রাত ৮:৩৮

জুলহাস খান বলেছেন: ধন্যবাদ। এতো সুন্দর একটি লেখা লেখার জন্য।

৪| ১৪ ই জুন, ২০১৫ রাত ১১:২৮

আজাদ মোল্লা বলেছেন: অনেক ভালো লিখেছেন । এবং ভালো লেগেছে ভাই ।

৫| ১৪ ই জুন, ২০১৫ রাত ১১:৪৭

জিয়া চৌধুরী বলেছেন: চমৎকার যৌক্তিক বর্ণনা।

৬| ১৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩১

সময়ের কন্ঠ বলেছেন: চমৎকার পোষ্ট। অনেক ধন্যবাদ, চালিয়ে যান। সত্য লেখায় কখনো ভয় পাবেন না। ছন্মনামে বা বেনামে যারা লেখেন তাদের কোন রেসপন্সিবিলিটি থাকে না। তারা ফাতরামী করার জন্যেই ছদ্মনাম ধারন করেন। আপনি একজন ব্যতিক্রমী। শুভ কামনা রইল আপনার জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.