নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার স্বাধীনতায় বিশ্বাস করি।

আমি সত্যে অবিচল।

আনোয়ার আলী

যত অপ্রিয়ই হোক, সত্য বলতে আমি দ্বিধা করি না। আমি সদাই সত্যে অবিচল। অন্যের কাছে থেকে কিছু জানা আমার শখ।

আনোয়ার আলী › বিস্তারিত পোস্টঃ

মুসলিম নামধারী ‘দলদাস’গণ-

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৪


আল্লাহপাক বলেন,
আর কে বেশী উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে আহবান করে এবং আল্রাহর নির্দেশ মেনে চলে এবং বলে, আমি 'মুসলিম' [আল কোরআন, ৪১: ৩৩]
সুরা আল ইমরানে বলা হয়েছে, তাহলে বলে দিন (ওদেরকে) তোমরা সাক্ষী থাকো একথার যে আমরা সর্বান্তকরনে আল্লাহতে আত্মসমর্পনকারী 'মুসলিম' [৩: ৬৪]
যারা নিজেদের দ্বীনকে খন্ড খন্ড করে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের সাথে আপনার (হে রাসূল) কোন সম্পর্ক নেই। [সূরা আনআম-৬, আঃ-১৫৯]
তাঁর (আল্লাহর) দিকে রুজু হও, আল্লাহকে ভয় কর, সালাত ক্বায়েম কর, আর সেই মুশরিকদের মধ্যে সামিল হয়ো না, যারা নিজেদের দ্বীনকে খন্ড খন্ড করে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে এবং প্রত্যেক দলই নিজেরটা নিয়েই সন্তুষ্ট। [সুরা রুম-৩০, আঃ ৩১, ৩২]
হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসুলের অনুসরণ কর, আর তোমাদের আমলগুলি ধ্বংস করো না। [সূরা মুহাম্মদ-৪৭, আঃ ৩৩]
তোমরা তাদের মত হয়ো না, যারা তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পর বিচ্ছিন্ন হয়েছে এবং নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে। তাদের জন্য রয়েছে মহা শাস্তি। [সূরা আল-ইমরান, আঃ ৩: ১০৫]
আল্লাহকে ভয় কর, তোমরা তোমাদের পরস্পরে সংশোধন করে নাও, আল্লাহ ও তাঁর রাসূলের অনুসরণ কর যদি তোমরা মু’মিন হও। [সূরা আনফাল-৮, আঃ ১]
তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাযিল করা হয়েছে তার আনুগত্য কর। তাঁকে ছাড়া আর কোন অলিদের আনুগত্য করো না। তোমরা কম লোকই উপদেশ গ্রহণ কর। [সুরা আ’রাফ-৭, আঃ ৩]
তোমরা সকলে একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে আকড়িয়ে ধর, সাবধান! বিচ্ছিন্ন হয়ো না। [সূরা আল ইমরান-৩, আঃ ১০৩]
কোরআন দ্বারা এটা সুষ্পষ্ট যে, মুসলমানদের একমাত্র পরিচয় ‘মুসলিম’। এর আগে পিছে আর কিছুই কাম্য নয়। মহানবির আমল থেকে শুরু করে খোলাফায়ে রাশেদীন, সাহাবা, তাবেইন, তাবেতাবেইনদের পুরো যুগেই মুসলমানেরা ‘মুসলিম’ হিসাবেই পরিচিত ছিলেন। মাঝখানে হযরত মুয়াবিয়া এবং আলীর দন্দ সংঘাত থেকে নানা দল উপদলের জন্ম হতে শুরু করে। শিয়া, সুন্নির উদ্ভবও সেই ঘটনা থেকে। সেই শুরু। হাদিস গ্রন্থনা শুরু হওয়ার পর মুসলিম জাহানে নেমে আসে নানা বিধি নিষেধের খড়গ। সহি, আধা সহি, জইফ, আধা জইফ নানা জাতের হাদিসের নিগড়ে বাঁধা পড়ে মুসলমানের জীবন। হাদিসের পক্ষে বিপক্ষেও গড়ে উঠে দল-উপদল। কোরআন-হাদীস ব্যাখ্যার নামেও প্রচলিত হয় নানা মত ও পথের। মাজহাবের নামেও গড়ে উঠে আরো কিছু দল-উপদল। শিয়া, সুন্নি, ওহাবী, সালাফী, খারেজী, মুতাজিলা, ইবাদী, হানাফী, মালেকী, হাম্বলী, শাফেয়ী, আহলে হাদীস, আহলে কোরআন, সুফি, ভান্ডারী, দেওবন্দী, বেরেলভী আরো কত কি! এইসব দলের প্রত্যেকেই নিজেদের সহি ইসলামের অনুসারী মনে করেন। কোরআনের একটা আয়াত যদি তাদের বিরুদ্ধে যায়, তার বিরুদ্ধে হাজারটা হাদিস এনে হাজির করেন। কেউ কেউ বলেন, তারা দল-এর অনুসারী নন, বরং মানহাজের অনুসরন করেন। নামটাও কোন দলের নাম নয়, মানহাজের নাম। তাদের বক্তব্য অনুযায়ী এসব তাদের পোষাকী নাম, জেনেরিক নাম ‘মুসলিম’। কিন্তু কোরআনের উপরোক্ত আয়াতগুলো ভাল করে পড়ে দেখুন, কোন মুসলমানের এসব দল-উপদল সৃষ্টি করার অবকাশ আছে কিনা! পোষাকী নাম বা দলীয় নাম ইসলামে কোনভাবেই প্রযোজ্য নয়। ইসলাম শিক্ষা দানের জন্যে বা ভুল সংশোধনের জন্যে সংগঠন হতে পারে, দলের সৃষ্টি হতে পারে না, ঐ সংগঠনের লোকেরা ভিন্ন নামে অভিহিত হতে পারেন না। কিন্তু দুঃখজনক হলেও মাজহাবের নামে, মানহাজের নামে মুসলমানেরা নানা দল-উপদলে বিভক্ত হয়ে মুসলিম নামের সাথে তাদের অন্য পরিচয় সংযুক্ত করে নিয়েছে। তারা ইসলামের অনুসরনের পরিবর্তে মাজহাব আর মানহাজের অনুসরণ করে নিজেদেরকে ‘দলদাসে’ পরিণত করেছেন। এইসব দল উপদলের পরিনাম কি হবে সেটা কোরআনের উপরোক্ত আয়াতগুলো থেকে সহজেই অনুমেয় নয় কি?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

মোছাব্বিরুল হক বলেছেন:
মুসলিম আমি ধরণীর বুকে
এই মোর পরিচয়,
রাসূল খোদার মতবাদ মানি
আর কোন মত নয়।

২| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব দিক পড়ে, বুঝে সিদ্ধান্ত নিতে হবে। হাজার বছর ধরে করেছি, বাবা বলেছে, দাদা বলেছে বলে কোন কিছু করা যাবে না...

৩| ৩০ শে মে, ২০১৮ রাত ৯:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
হজরত মুহম্মদ (স) বেচে থাকাকালীনই মতভিন্নতায় মক্কা মদিনায় বিভিন্ন গোত্রে ৭৩ মাজহাবের উদ্ভব হয়েছিল।
যা এখন দেড়শত ছাড়িয়ে গেছে।

এদেশীয় আর্থিক ভাবে শক্তিধর প্যান্টশার্ট বা টাইপরা ওয়াহাবি-সালাফি পন্থী মোল্লারা অন্যান্ন মতবাদিদের থেকে এগিয়ে আছে।

৪| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: আল্লাহ দুষ্টলোকদের হেদায়েত দান করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.