নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

apacer

অসতী মাতার পুত্র সে যদি জারজ-পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়!

মোঃ শাহাদত হোসেন

আমি আছি বলে আমি সত্য। আমি আমাকে ভালোবাসি, তাই ভালোবাসি অন্যকেও। মানুষ হয়ে জন্ম আমার, হতেই হবে মানুষ আবার।

মোঃ শাহাদত হোসেন › বিস্তারিত পোস্টঃ

সৃষ্টি খেলা

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১০

সৃষ্টি খেলা

~শাহাদত হোসেন



চারা গাছটি স্বপ্ন দেখে

ভবিষ্যৎ অনাগত

ফুলে ফলে সজ্জিত হবে

সোনার অঙ্গ যত।

হলো ফুল ধরলো ফল

এ আর এমন কী!

আমি হব বনের রাজা

গাই গুণের ছড়াটি।



সকাল বেলার পাখি ডাকে

গাইছে আপন গান

কাক পাখিটি কোকিল হবে

স্বপ্ন জুড়ে মন।

কোকিল কণ্ঠী পাখি বলে

এ আর এমন কী!

টুনি হওয়ার বড় সাধ

স্বপ্ন দেখেছি।



কেহ নাহি তৃপ্ত আহা

খেয়ে আপন ফল

মন ভরে না এটাতে যে

কি আর আছে বল?

সৃষ্টি চলে কোন সে টানে

স্রষ্টা বসে হাসে

অপূর্ণতার মধ্য দিয়েই

রহস্যটা ভাসে।



পূর্ণ বলে কিছুই নেই

শুরু নতুনের ছন্দ

নতুন কিছুর মাঝেই আবার

সেই পুরনো দ্বন্দ্ব।



২২ নভেম্বর, ২০১৩, মোক্তারপুর, সারদা, রাজশাহী

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২

বোকামন বলেছেন:
বেশ ভালো লাগলো কবিতাটি ।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২

মোঃ শাহাদত হোসেন বলেছেন: ধন্যবাদ বোকামন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.