নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
ভুলে গেছি কত কাল হয়না বাজানো
পানা পাতা বাঁশি, হয়না সাজানো-
কাদাজল খেলা ঘর,
তব গাল হয়না রাঙ্গানো
পুইয়ে গোটার লাল রঙ্গে।
তোমার কি মনে আছে?
পুইয়ের গোটার রং?
ভুলোনা বরং--
আমাকে ভুলিয়া যেও।
সেই রঙ মাখা বিকেলের ক্ষণ-
ভুলে গেলে বাঁচবেনা সনাতন প্রেমিকের মন।
(তবে কথা সত্য)
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: লাল লাল পুঁইয়ের গোটার কথা মনে পড়ে গেল।