নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

হাসিস মা তুই বাঁকা চাঁদের মতো

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯

ঈদ খানা মা এসেই গেলো, এক কি দু'দিন বাকি

সারাটা মাস রাধঁলি মা তুই, ঈফতারি- সেহরী

জিবটা ভরে গলদকরণ করে সেই খাবারে মা'রে,

যেন দায় কাটানোর মত, আমরা রোজা রাখি।

তোর কথা আর তেমন করে কই ভেবেছি বল্

মা তোর কষ্ট কি আর সুধার মতো সাধ্য আছে মোদের

হয়তো মা তুই কয়টি শাড়ি পারি, সালাম কয়েক খানা,

মধ্য বিত্ত সংসারে মা সময় মোদের এমন পোরেন-টানা।

আর কিছু মা অধম ছেলে পারবোনা হয়তো,

তবুও মা তুই আদর করিস- ঈদের খুশির আশির্বাদে

হাসিস মা তুই বাঁকা চাঁদের মতো।



{ সবাইকে অগ্রীম ঈদ মোবারক}

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৯

প্রথম বাংলা বলেছেন:
ক্যামোন আছেন? আমার এক মাত্র পাঠক?

২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৯

প্রথম বাংলা বলেছেন: ঈদ মোবারক‍!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.