![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
কী নিয়া লেখুম রাজনীতি,
এমন কাজ আর কে করে?
জেলে যাবার সাধ হলে কেও
রাজ নেতাদের ফেও ধরে।
তারছেয়ে বরং জাবর কাটি
চতুস্পদের মত হাঁটি
কোরবানি হই সেও ভালো
ক্রস ফায়ারের থেকে।
চোরকে যদি চোর বলি
কোন চোর যে যাবে বেঁকে!
তখন আমার কম্ম হবে সারা
ঐ চোরেরা সব সব কিছু নিক সেকে-
তবু মোদের জান বাচাতে
জাবর কাটাই সারা।
এক জনে কয় বাবার বাড়ি
এক জনে কয় স্বামীর-
চোলাচুলির ননদ ভাবি
হইছে দেশের আমির।
আম জনতা আমড়া কাঠের ঢেকি-
পাঁচ পাড়া দেয় কেও জাতি বোন
কেও ভাবি সাব পাঁচ পাড়া দেয়
কেও রাজাকার কেও বা দালাল
কেও বা আবার ধর্মহীনের
তকমা লাগায় একি?
মোদের কে বলে ভাই কিচ্ছুটি নাই
অনেক কিছুই আছে-
টিনের চালের বাবা মুজিদ
ছয় তালাতে নাচে।
দফ্তর হীন বিলাই দাদা
ময়দা মেখে হইছে সাদা
৪- হাজার কোটি নয়তো কিছুই
আবুল দাদার কাছে।
কত প্রেমিক দেশের তরে আস্ত সেতু খায়
রাজ পুত্তুর কর্দমিত পদ্মা জলের কাদায়।
----------------------
----------------
তার চেয়ে বরং নীতির বচন বাদ
আমরাও ভাই চল সবাই দুই দলেতে ঢোকি-
খোলেই যাবে ভাগ্য তালা দোয়ারে শির ঠুকি।
বাকিটা অন্যদিন== ভয় করে, তাই ডরাই।
২| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৫
প্রথম বাংলা বলেছেন: আপনি আছেন? তাহলে আমার আর ভয় নাই।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: