নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

চৈত সংক্রান্তির রাতে

১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৮



প্রিয় বলে বেদনার উপত্যকায়

আমাকে বসিয়ে রেখে গিয়েছে হারায়,

মেঘের মতন মেয় শরতের আকাশের বুকে-

পথ তার যায়নি যে কয়ে, কোথায় খুঁজিতে যাব তাকে!!



শরত যে কোথা হতে এলো

চৈত সংক্রান্তির রাতে,

আমার বোশেখ করে খালি

দূর কোন রুদের সভাতে

চলে গেচে মেঘ মালা। সুবর্ণ রেখা

ধরে চোখ বোলায়েছি যায়নিকো দেখা।





এক দিন কথা চিলো নয়তো এমন,

"দূরের বেদনা পথে আমাদের মন

মিলে যাবে সময়ের কোনো এক পাড়ে।"



বতু-তবুও দিনের শেষে দিন গিয়ে দিন রাত-

কেটেছে যতই যেন বেড়েছে বিভব,

তোমাতে আমাতে জাগা গোপন জোয়ারে।

কথা হয়ে গেলো প্রেমে 'নীরব সৌয়ারে'।



গোপনে মনের কোনে চু্ক্তির পাতাতে

হয়েছিলো নির্জণ স্বাক্ষর। সময়ের খেলা-

দূরে যদি ঠেলে দেয় দুজনের ভেলা।

আমি ঝড়, তুমি মেঘ আমরা বোশেখ,

কালবোশেখের কালে দু-হৃদয় এক

হয়ে যাবে।



এ সবই অপ্রকাশিত ছিলো,

থরে থরে সাজায়ে ছিনো পান্ডুলিপি-

জখন প্রকাশের কাল এসে দাড়ালো দোয়ারে

রঙ তুলি হাতে নিয়ে জীবনের দেয়ালের পাশে

সাজাতে কথার লিপি দাড়ায়েছি এসে,

তুমি কোন সময়ের দেওয়ালে আড়ে গেলে ছুপি।



আমি আজ রংতুলি হাতে এক অসহায়-

রংবাজ, আঁকিতেছি শিশিরের রঙ্গীন হৃদয়।

তুমিই বলতো কে ? সবিতার তেজিয়ার বেলা-

মেঘের পালক দিয়ে ঢেকে দেবে,

মোর ঘাষের পাতায় গড়া শিশিরের জীবন বলয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৩

প্রথম বাংলা বলেছেন: ময়ুর যখন পেখোম খোলেছে
নিরাভরণ প্রেমের হাওয়ার দোলীয়ে পালক তার
রাতের চাঁদের আলোতে ডাক প্রেমের বারতার,
চৌধারে রাত আঁধারে "প্রেম" পাখনা মেলেছে।
ধূসর তখন পূর্ণীমাপ্রেম হঠাত মেঘের ছায়া-
রীপূ তাহার গুটিয়ে গেছে মিটেছে প্রেম মায়া।
পরানে তার জাগ্রতা প্রেম ময়ূর বেলা লীন
পিপাষা রয় আমার তবুও সে শেষ কালে বিলীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.