নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
আজকে যা বলে যেতেছে হৃদয়
এ সবই অপ্রকাশিত ছিলো,
থরে থরে সাজায়ে ছিনো পান্ডুলিপি-
জখন প্রকাশের কাল এসে দাড়ালো দোয়ারে
রঙ তুলি হাতে নিয়ে জীবনের দেয়ালের পাশে
সাজাতে কথার লিপি দাড়ায়েছি এসে,
তুমি কোন সময়ের দেওয়ালে আড়ে গেলে ছুপি।
আমি আজ রংতুলি হাতে এক অসহায়-
রংবাজ, আঁকিতেছি শিশিরের রঙ্গীন হৃদয়।
তুমিই বলতো কে ? সবিতার তেজিয়ার বেলা-
মেঘের পালক দিয়ে ঢেকে দেবে-
ঘাষের পাতায় গড়া শিশিরের জীবন বলয়!!
২| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
প্রথম বাংলা বলেছেন: কেউ কেউ গিয়েছে হারায়ে
সেই হারাদের মাঝখানে কেউ থাকে একজন
অন্য সবার কথা দেয় সে ভুলায়ে
মোমের প্রভায় রাত অলকের বেলা কেবল স্মরণ-
হতে থাকে। প্রথম প্রহরে রাত একদিন চৈতের বেলা
আকাশে মেঘের সাথে হয়েছিলো চাঁদ টার লুকোচুরি খেলা,
চাঁদ বুঝি তার রূপ দেখেছে লুকিয়ে।
হায় বাংলার চাঁদ, আমি তুমি আর তব আলোর প্রপাত-
নিবিড় বিরহে নিপতিত, ফাগুনের চৈতের বেলা-
তার চুলে আমাদের হৃদয়ে হবেনাকো খেলা
আর কোন দিন,
তবু হৃদয় গভিরে তার হৃদয়ের ঋণ।
৩| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
প্রথম বাংলা বলেছেন: কেউ কেউ গিয়েছে হারায়ে
সেই হারাদের মাঝখানে কেউ থাকে একজন
অন্য সবার কথা দেয় সে ভুলায়ে
মোমের প্রভায় রাত অলকের বেলা কেবল স্মরণ-
হতে থাকে। প্রথম প্রহরে রাত একদিন চৈতের বেলা
আকাশে মেঘের সাথে হয়েছিলো চাঁদ টার লুকোচুরি খেলা,
চাঁদ বুঝি তার রূপ দেখেছে লুকিয়ে।
হায় বাংলার চাঁদ, আমি তুমি আর তব আলোর প্রপাত-
নিবিড় বিরহে নিপতিত, ফাগুনের চৈতের বেলা-
তার চুলে আমাদের হৃদয়ে হবেনাকো খেলা
আর কোন দিন,
তবু হৃদয় গভিরে তার হৃদয়ের ঋণ।
চিলো বাংলার পৃথিবীর সুহাসিনী চন্দ্র মনি- আজ মনে হয়
হয়তো টেনেছে তারে বৃটানিয়া পেরিসের সৌদাগরী সময়-
অথবা কোথায় আছে, জানেনা এ বাংলার হৃদয় নয়ন
সে হাসি সে অলক মুখ আর সে মুখের রোদ্র বরণ।
৪| ০৬ ই মে, ২০১৪ রাত ৯:৩১
প্রথম বাংলা বলেছেন: কেউ কেউ গিয়েছে হারায়ে ,
সেই হারাদের মাঝখানে কেউ থাকে একজন
অন্য সবার কথা দেয় সে ভুলায়ে ;
মোমের প্রভায় রাত অলকের বেলা- কেবল স্মরণ-
হতে থাকে। প্রথম প্রহরে রাত একদিন চৈতের বেলা
আকাশে মেঘের সাথে হয়েছিলো চাঁদ টার লুকোচুরি খেলা,
চাঁদ বুঝি তার রূপ দেখেছে লুকিয়ে!
রাতের চাঁদরে ঢাকা ধানের সবুজ মাঠে গিয়ে।
হায় বাংলার চাঁদ, আমি তুমি আর তব আলোর প্রপাত-
আজ নিবিড় বিরহে নিপতিত। ফাগুনের চৈতের বেলা-
তার চুলে আমাদের হৃদয়ের হবেনাকো খেলা
আর কোন দিন--
তবু হৃদয় গভিরে তার হৃদয়ের ঋণ
রেগে আছে। সে শুধু আমার নয়--
চিলো বাংলার শেমল জগতের সুহাসিনী চন্দ্র মনি- আজ মনে হয়
তার সাথে কেনো মোর হয়ে ছিলো দেখা!!
দেখা যদি হলো তবে সোনালি আজকে কেন
হয়ে গেলো দিগন্তে সুবর্ণ রেখ? হয়তো বা ভুর তবু মনেহয়
হয়তো টেনেছে তারে বৃটানিয়া পেরিসের সৌদাগরী সময়-
অথবা কোথায় আছে, জানেনা এ বাংলার হৃদয় নয়ন
সে হাসি সে অলক, মুখ - আর সে মুখের রোদ্র বরণ।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
প্রথম বাংলা বলেছেন: কেউ কেউ গিয়েছে হারায়ে
সেই হারাদের মাঝখানে কেউ থাকে একজন
অন্য সবার কথা দেয় সে ভুলায়ে
মোমের প্রভায় রাত অলকের বেলা কেবল স্মরণ-
হতে থাকে। প্রথম প্রহরে রাত একদিন চৈতের বেলা
আকাশে মেঘের সাথে হয়েছিলো চাঁদ টার লুকোচুরি খেলা,
চাঁদ বুঝি তার রূপ দেখেছে লুকিয়ে।
হায় বাংলার চাঁদ, আমি তুমি আর তব আলোর প্রপাত-