নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের ঋণ

০৬ ই মে, ২০১৪ রাত ৯:৩৩

কেউ কেউ গিয়েছে হারায়ে ,

সেই হারাদের মাঝখানে কেউ থাকে একজন

অন্য সবার কথা দেয় সে ভুলায়ে ;

মোমের প্রভায় রাত অলকের বেলা- কেবল স্মরণ-

হতে থাকে। প্রথম প্রহরে রাত একদিন চৈতের বেলা

আকাশে মেঘের সাথে হয়েছিলো চাঁদ টার লুকোচুরি খেলা,

চাঁদ বুঝি তার রূপ দেখেছে লুকিয়ে!

রাতের চাঁদরে ঢাকা ধানের সবুজ মাঠে গিয়ে।





হায় বাংলার চাঁদ, আমি তুমি আর তব আলোর প্রপাত-

আজ নিবিড় বিরহে নিপতিত। ফাগুনের চৈতের বেলা-

তার চুলে আমাদের হৃদয়ের হবেনাকো খেলা

আর কোন দিন--

তবু হৃদয় গভিরে তার হৃদয়ের ঋণ

রেগে আছে। সে শুধু আমার নয়--

চিলো বাংলার শেমল জগতের সুহাসিনী চন্দ্র মনি- আজ মনে হয়

তার সাথে কেনো মোর হয়ে ছিলো দেখা!!

দেখা যদি হলো তবে সোনালি আজকে কেন

হয়ে গেলো দিগন্তে সুবর্ণ রেখ? হয়তো বা ভুর তবু মনেহয়

হয়তো টেনেছে তারে বৃটানিয়া পেরিসের সৌদাগরী সময়-

অথবা কোথায় আছে, জানেনা এ বাংলার হৃদয় নয়ন

সে হাসি সে অলক, মুখ - আর সে মুখের রোদ্র বরণ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৪ রাত ৯:৪৩

প্রথম বাংলা বলেছেন: ফেরা নদীর প্রাণগিয়েচে মেঘের সাথে ওড়ে
পশ্চিমের ঐ সিদুর রাঙ্গা কোন জানি সুদুরে।

২| ০৬ ই মে, ২০১৪ রাত ৯:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী শুভকামনা ++++++++++

৩| ০৬ ই মে, ২০১৪ রাত ১০:১২

প্রথম বাংলা বলেছেন: মম সাথে করে নিয়ো এসো আলোর আকাশ
নিয়ে এসো সুখের প্রদ্বীপ, মুক্তি জলের পেয়ালা
রাত যদি আসে কভো পতে লজ্জা রাঙ্গা।
চৌধারে যদি আসে মরিচিকা মায়া বেলা-
ধূসর হইযা যদি আসে মরিচিকা মায়া বেলা

৪| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:৫৮

প্রথম বাংলা বলেছেন: এনদী এমন নদী- জাগেনি রূপ নিয়ে সে কোন দিন
গিয়েছে হাজার বছর, ভেঙ্গেছে- জেগেছে চর
হারিয়ে দূরে আবার এসেছে ফিরে আবার-
আমার ঐ প্রাণের নদী ফেরা নদী,
এনদীর জলে মিশে আছে আমার বাচা মরার ঋণ।

তবুও নদী রেখে ছিলো ঢেকে তাহার রূপ
রূপের সাগর ফেরা নদী নিরব নিশ্চুপ।

যেদিন নামলে তুমি ফেরা নদীর জলে-
তাকিয়ে দেখি নদীর জলে অন্য আগুন জ্বলে।
বুঝেছি আমি তুমি ছিলে ফেরা নদীর প্রাণ-
রূপার জলে রূপ ছিলোনা হারিয়ে ছিলো বলে।

সেদিন নদী জেগেছিলো তোমার ছোঁয়া পেয়ে-
আবার তুমি চলে গেলে দু-চার টি দিন নেয়ে-
আবার ফেরা নদীর জলে ভীষণ বিষন্নতা-
কোথায় তুমি হারিযে গেছো মেয়ে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.