নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
এনদী এমন নদী- জাগেনি রূপ নিয়ে সে কোন দিন
গিয়েছে হাজার বছর, ভেঙ্গেছে- জেগেছে চর
হারিয়ে দূরে আবার এসেছে ফিরে আবার-
আমার ঐ প্রাণের নদী ফেরা নদী,
এনদীর জলে মিশে আছে আমার বাচা মরার ঋণ।
তবুও নদী রেখে ছিলো ঢেকে তাহার রূপ
রূপের সাগর ফেরা নদী নিরব নিশ্চুপ।
যেদিন নামলে তুমি ফেরা নদীর জলে-
তাকিয়ে দেখি নদীর জলে অন্য আগুন জ্বলে।
বুঝেছি আমি তুমি ছিলে ফেরা নদীর প্রাণ-
রূপার জলে রূপ ছিলোনা হারিয়ে ছিলো বলে।
সেদিন নদী জেগেছিলো তোমার ছোঁয়া পেয়ে-
আবার তুমি চলে গেলে দু-চার টি দিন নেয়ে-
আবার ফেরা নদীর জলে ভীষণ বিষন্নতা-
কোথায় তুমি হারিযে গেছো মেয়ে!!
©somewhere in net ltd.